×

পুরনো খবর

রোহিঙ্গা ক্যাম্পে সেনাবাহিনীর কাজ পরিদর্শনে যাবে সংসদীয় কমিটি

Icon

এন রায় রাজা

প্রকাশ: ২৫ অক্টোবর ২০১৭, ০৭:৪৯ পিএম

কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গাদের অস্থায়ী ক্যাম্পে সেনাবাহিনীর কাজ পরিদর্শনে যাবে প্রতিরক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি। বুধবার স্থায়ী কমিটির বৈঠকে এবিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট সকলকে বলা হয়েছে।

সংসদ সচিবালয়ে কমিটির বৈঠকে সভাপতিত্ব করেন মোহাম্মদ সুবিদ আলী ভূঁইয়া। বৈঠকে কমিটির সদস্য মুহাম্মদ ফারুক খান, মো. মাহ্বুবুর রহমান, মো. ইলিয়াস উদ্দিন মোল্লাহ, মাহমুদ উস সামাদ চৌধুরী ও হোসনে আরা বেগম এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বৈঠকে মেজর জেনারেল মো. সিদ্দিকুর রহমান জানান, মিয়ানমার থেকে পালিয়ে আসা রোহিঙ্গাদের সমস্যা নিরোসনের জন্য প্রধানমন্ত্রীর নির্দেশনায় বাংলাদেশ সেনাবাহিনী ইতোমধ্যে ১০ হাজার টয়লেট স্থাপন, খাবার ও ত্রাণ বিতরণ এবং অস্থায়ী ক্যাম্প তৈরি নিশ্চিত করার জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এছাড়া ভাষানচরে রোহিঙ্গাদের পুর্নবাসনের জন্য নৌবাহিনী দ্রুত কাজ করে যাচ্ছে বলে জানান রিয়ার এ্যডমিরাল এস এম আজম। বৈঠকে পূর্ত পরিদপ্তর, ইইনসি’র শাখাতে কর্মরত ক্যাজুয়াল কর্মচারীদের বয়স ও যোগ্যতার ভিত্তিতে স্থায়ী করার সুপারিশ করা হয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App