×

জাতীয়

বিভিন্ন দুর্ঘটনায় চট্টগ্রামে মৃত্যু ৩

Icon

কাগজ অনলাইন প্রতিবেদক

প্রকাশ: ২৫ অক্টোবর ২০১৭, ০৯:৪১ পিএম

আজ বুধবার বন্দরনগরীতে পৃথক ঘটনায় তিনজনের মৃত্যু হয়েছে। আজ ভোরে নগরীর বায়েজিদ বোস্তামী থানার চৌধুরীনগর এলাকায় বিষপানে আত্মহত্যা করেন মো. হায়দার (৩৭) নামে এক ব্যক্তি। এদিকে আজ দুপুরে নগরীর ফিরিঙ্গিবাজারে ছাদ থেকে পড়ে মো. রেজাউল (৩৫) নামে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়। অপরদিকে মঙ্গলবার রাতে সড়ক দুর্ঘটনায় নগরীর পতেঙ্গায় আবু বক্কর জনি (২৫) নামে এক শিক্ষার্থীর মৃত্যু হয়।

বায়েজিদ বোস্তামী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কালাম আজাদ জানান, বুধবার ভোরে চৌধুরী নগর এলাকার হানিফের বাসায় এ ঘটনা ঘটে। পারিবারিক কলহের জের ধরে আজিজ বিষপান করে আত্মহত্যা করেন। পরে মুমূর্ষু অবস্থায় তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। পরে মরদেহ চমেক হাসপাতাল মর্গে পাঠানো হয়। তিনি বলেন, হায়দার পেশায় একজন হকার। সে বাচ্চাদের খেলনাসহ বিভিন্ন রকমের জিনিস বিক্রি করে সংসার চালাত। সংসারে ছোট ছোট দুটি সন্তান রয়েছে। হায়দার একই এলাকার আলী আজগরের ছেলে।

অপরদিকে চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির এএসআই মো. আলাউদ্দিন তালুকদার জানান, বুধবার দুপুর আড়াইটার দিকে নগরীর ফিরিঙ্গিবাজারের নগরভবন কমিউনিটি ক্লিনিকের ছাদে কাজ করার সময় পড়ে রেজাউল গুরুতর আহত হন। মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। রেজাউলের বাড়ি কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী থানায়। পতেঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কাসেম ভূঁঁঞা জানান, গত মঙ্গলবার দিনগত রাত ১টার দিকে বিমানবন্দর সড়কে প্রাইভেট কারের নিয়ন্ত্রণ হারিয়ে আবু বক্কর নিহত হন। তিনি বলেন, রাতে গাড়িতে জ্বালানি ভরার জন্য আবু বক্কর স্থানীয় দিদার, কাদের, রুবেল, ইমনসহ বের হন। পতেঙ্গা মাজার গেট এলাকায় গাড়িটি ব্রেক ফেল করে। এরপর গাড়িটি একটি গাছের সঙ্গে ধাক্কা খায়। এ সময় পেছনের সিটে থাকা আবু বক্কর গুরুতর আহত হন। তাকে হাসপাতালে নেয়ার পথে জিইসি মোড় এলাকায় মারা যান। বাকি চারজন সামান্য আহত হন। আবু বক্কর স্থানীয় নারকেলতলা এলাকার এস আলম গলির মোহাম্মদ রফিকের ছেলে। তিনি স্নাতক শ্রেণির ছাত্র। পড়াশোনার পাশাপাশি একটি ফোন-ফ্যাক্সের দোকান চালাতেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App