×

অর্থনীতি

নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম নিয়ন্ত্রণে বাজার মনিটরিংয়ের তাগিদ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৫ অক্টোবর ২০১৭, ০৩:৪৩ পিএম

নিত্যপ্রয়োজনীয় পণ্যের দর নিয়ন্ত্রণে বাজার মনিটরিং আরও জোরদার করার ব্যবস্থা নিতে বাণিজ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি মন্ত্রণালয়কে তাগিদ দেয়া হয়েছে। মঙ্গলবার কমিটির সভাপতি মো. তাজুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এ পরামর্শ দেয়া হয়। কমিটির সদস্য বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ, নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন, এনামুল হক, ওয়ারেসাত হোসেন বেলাল, আ,ক,ম বাহাউদ্দিন, মো. ছানোয়ার হোসেন, মোহাম্মদ হাছান ইমাম খাঁন এবং লায়লা আরজুমান বানু সভায় অংশগ্রহণ করেন। সভায় কমিটির ২২তম বৈঠকের সিদ্ধান্ত বাস্তবায়ন অগ্রগতি পর্যালোচনা, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে টিসিবির সময়োপযোগী কার্যক্রম, আন্তর্জাতিক বাণিজ্যমেলা- ২০১৮ সম্পর্কে আলোচনা করা হয়। সভায় জানানো হয়, বাণিজ্য মন্ত্রণালয়ের উদ্যোগে ঢাকা মহানগরীতে ১৪টি বাজার মনিটরিং টিম নিয়োজিত রয়েছে। প্রতিদিন দুটি করে টিম মোট তিন থেকে চারটি বাজার পরিদর্শন করে থাকে। ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর আওতায় অধিদপ্তর কর্তৃক মহানগর, জেলা ও উপজেলা পর্যায়ে বাজার মনিটরিং ও মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। গত আগস্ট মাসে এ সব টিম দ্বারা মোট ৪৭টি বাজার পরিদর্শন করে মোট এক লাখ ৫৪ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সভায় জানানো হয়, বাণিজ্য মন্ত্রণালয়ের আওতাধীন সংস্থা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি) নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য অস্বাভাবিক হারে বৃদ্ধি পেলে সরকারি নির্দেশনা মোতাবেক ভোগ্য পণ্য সাশ্রয়ী মূল্যে ভোক্তা সাধারনের কাছে পৌঁছে দিয়ে বাজার মূল্য স্থিতিশীল রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। কমিটির আগামী বৈঠকে আন্তর্জাতিক বাণিজ্য মেলার (ডিআইটিএফ) সমস্ত আয় ব্যায়ের হিসাব সংসদীয় কমিটিকে অবহিত করার সুপারিশ করা হয়। টিসিবির বর্তমান ডিলার সংখ্যা ২৮১৬জন। এসব ডিলার নিয়োগের ক্ষেত্রে কতজন সংসদ সদস্যের সুপারিশের ভিত্তিতে নিয়োগ করা হয়েছে তা আগামী বৈঠকে কমিটিকে জানানোর পরামর্শ দেয়া হয়। দেশের বাইরে বাণিজ্য মন্ত্রণালয়ের অধীন বিভিন্ন আন্তর্জাতিক মেলায় অংশগ্রহণের ক্ষেত্রে নির্দিষ্ট মান বজায় রাখার এবং মেলায় অংশগ্রহণের ক্ষেত্রে যথাসময়ে সদস্যদের ভিসার ব্যবস্থা করার সুপারিশ করা হয়। বাণিজ্য মন্ত্রণালয়ের সচিবসহ মন্ত্রণালয় ও সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা সভায় উপস্থিত ছিলেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App