×

আন্তর্জাতিক

ট্রাম্পের নিন্দা করে সরে দাঁড়ালেন দুই সিনেটর

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৫ অক্টোবর ২০১৭, ১২:৪২ পিএম

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কঠোর নিন্দা করে সরে দাঁড়ালেন দুজন রিপাবলিকান সিনেটর। সিনেটর জেফ ফ্লেক ও বব করকার সাফ জানিয়ে দিয়েছেন, সিনেটর পদে আর পুন:নির্বাচন করবেন না তারা। প্রেসিডেন্ট ট্রাম্পের বিরুদ্ধে মিথ্যাচার ও গণতন্ত্র ধ্বংস করার অভিযোগ তুলেছেন তারা। আরিজোনার সিনেটর জেফ ফ্লেক বলেছেন, যুক্তরাষ্ট্র সরকারের সর্বোচ্চ ব্যক্তির ‘বেপরোয়া, ভয়ানক ও অমর্যাদাপূর্ণ ব্যবহার’ গণতন্ত্রের জন্য বিপজ্জনক। তবে এর আগে ফ্লেককে ‘বিষাক্ত’ বলেছিলেন ট্রাম্প। ফ্লেকের আগে টেনেসির সিনেটর বব করকারের সঙ্গে বিবাদে জড়িয়ে পড়েন প্রেসিডেন্ট ট্রাম্প। আগামী বছর অনুষ্ঠেয় সিনেটর পদের নির্বাচনে রিপাবলিকান প্রার্থী হিসেবে তিনিও লড়বেন না বলে জানিয়েছেন দিয়েছেন। ২০০৭ সাল থেকে এই পদে আছেন করকার। মঙ্গলবার সিনেটে নিজের সিদ্ধান্ত জানানোর আগে সংবাদপত্র ‘আরিজোনা রিপাবলিক’-কে তিনি বলেন, ‘বর্তমান রিপাবলিকান পরিবেশে অথবা রিপাবলিকান পার্টিতে আমার মতো রিপাবলিকানের স্থান নাও হতে পারে।’ সিনেটে দাঁড়িয়ে তিনি বলেন, `প্রেসিডেন্টের বিরুদ্ধে সমালোচনা আমি উপভোগ করি না কিন্তু এটি দায়িত্ব ও বিবেকের বিষয়।’ তিনি আরো বলেন, ‘আমাদের গণতান্ত্রিক মূল্যবোধ ও আদর্শের নিয়মিত ও যখন তখন অবমাননাকে আমরা কখনো সাধারণ ঘটনা বলতে পারি না।’ ডোনাল্ড ট্রাম্পের উদ্দেশে ফ্লেক বলেন, আমার সন্তান ও নাতি-নাতনি আছে, তাদের প্রশ্নের জবাব দিতে হবে আমাকে। প্রেসিডেন্ট, আমি এই অনৈতিকতার সঙ্গী হতে চাই না।’ তবে টুইটের মাধ্যমে ফ্লেকের নিন্দার জবাব দিয়েছেন ট্রাম্প। তিনি বলেছেন, টেনেসির সিনেটর বেকুব। তিনি আর পুনর্নির্বাচিত হতে পারবেন না।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App