×

জাতীয়

উদ্বোধনের আগেই নদীতে বিলীন বিদ্যালয়ের নতুন ভবন

Icon

কাগজ অনলাইন প্রতিবেদক

প্রকাশ: ২৫ অক্টোবর ২০১৭, ০৯:১৪ পিএম

বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার শ্রীপুর ইউনিয়নের সাইক্লোন শেল্টার কাম বাহেরচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন উদ্বোধনের আগেই তেতুলিয়া নদীতে বিলীন হয়ে গেছে।

প্রায় ৭০ লাখ টাকা ব্যয়ে নির্মিত সাইক্লোন শেল্টার কাম প্রাথমিক বিদ্যালয় ভবনটির দুই-তৃতীয়াংশ বুধবার ভোররাতে তেতুলিয়ার তীব্র ভাঙ্গণে বিলীন হয়ে যায়।

ভবনের অবশিষ্টাংশ ধ্বংসস্তুপে পরিণত হয়েছে। যে কোন মুহূর্তে ওই ধ্বংসস্তুপও নদীতে বিলীন হয়ে যেতে পারে বলে জানিয়েছেন শ্রীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. হারুন-অর রশিদ। এখনও শ্রীপুর বাজার, শ্রীপুর জামে মসজিদ ও বাহেরচর কওমী মাদ্রাসা ভাঙ্গণের হুমকির মুখে রয়েছে বলে তিনি জানিয়েছেন। বাহেরচর সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা পরিষদের সভাপতি মাহমুদ হোসেন জানান, অনেকদিন ধরে সাইক্লোন শেল্টার কাম বিদ্যালয় ভবনটি হুমকির মুখে ছিল। বুধবার ভোররাতে ফের ভাঙ্গণ শুরু হলে ভবনটির দুই-তৃতীয়াংশ নদীতে বিলীন হয়ে যায়। অবশিষ্টাংশও ধ্বংসস্তুপে পরিণত হয়েছে। ভাঙ্গণ অব্যাহত থাকলে বিদ্যালয়ের পুরাতন ভবনটিও নদীতে বিলীন হয়ে যেতে পারে। পুরাতন ভবনটি ভাঙ্গণ কবলিত হলে বিদ্যালয়ের পাঠদান বন্ধ হয়ে যেতে পারে বলে আশংকা করেন তিনি।

মেহেন্দিগঞ্জ উপজেলা প্রকৌশলী বোরহানউদ্দিন মোল্লা জানান, নির্মাণ কাজ শেষে গত ২৮ জুন সাইক্লোন শেল্টার কাম বিদ্যালয় ভবনটি বিদ্যালয় কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে।

ভাঙ্গণের হুমকির মুখে পড়লে গত ২২ অক্টোবর ওই ভবন নিলামে বিক্রির সিদ্ধান্ত হয়। বিক্রির আগেই ভবনটির বেশীরভাগ নদীতে বিলীন হলো।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App