×

জাতীয়

যশোরে জঙ্গি আস্তানায় অভিযানের ঘটনায় মামলা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৪ অক্টোবর ২০১৭, ০১:৪৮ পিএম

যশোরে জঙ্গি আস্তানায় অভিযান, অস্ত্র উদ্ধার ও নব্য জেএমবির সংগঠক মোজাফফর আটকের ঘটনায় মামলা হয়েছে। সোমবার গভীর রাতে যশোর কোতোয়ালি মডেল থানায় সন্ত্রাস দমন আইনে পরিদর্শক বাবুল মিয়া বাদী হয়ে মামলাটি দায়ের করেছেন । মঙ্গলবার দুপুরে আটক নব্য জেএমবির সংগঠক মোজাফফরকে আদালতে সোপর্দ করে রিমান্ডের আবেদন জানানো হবে বলে জানিয়েছেন কোতোয়ালি মডেল থানা পুলিশের ওসি আজমল হুদা। এর আগে সোমবার রাতে যশোর সদর উপজেলার নওয়াপাড়া ইউনিয়নের পাগলাদহ মালোপাড়ায় জঙ্গি আস্তানায় অভিযান চালায় আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। অভিযানে গ্রেনেড তৈরির সরঞ্জাম, বিপুল পরিমাণ বিস্ফোরক ও অস্ত্র উদ্ধার করা হয়। অভিযানের আগেই আটক করা হয় আস্তানার মালিক মোজাফফর হোসেনকে। রাত পৌনে ৮টার দিকে বাড়িটি ঘিরে রাখার পর অভিযান শুরু হয় এবং রাত ১০টার দিকে তা শেষ হয়। এরপর ব্রিফিং করেন যশোরের পুলিশ সুপার আনিসুর রহমান। ব্রিফিংকালে পুলিশ সুপার আনিসুর রহমান জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বাড়িটির মালিক মোজাফফর হোসেনকে সোমবার সন্ধ্যায় শহর থেকে আটক করা হয়। এরপর তার স্বীকারোক্তি অনুযায়ী তার বাড়িতে অভিযান চালানো হয়। অভিযানে ৫০টি গ্রেনেডের বডি, সুইচ ৫০টি, ৩১টি ব্রেকার, ১টি পিস্তল, ৩টি ম্যাগজিন, ৪ রাউন্ড গুলি, ৫ লিটার অ্যাসিডসহ বিস্ফোরক দ্রব্য উদ্ধার করা হয়েছে। তিনি আরও জানান, মোজাফফর জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে- সে নব্য জেএমবির এই অঞ্চলের সংগঠক। তার বাসায় জঙ্গিদের অবাধ যাতায়াত ছিল। তবে তার স্ত্রীসহ দুই মেয়েকে পুলিশের নজরদারিতে রাখা হয়েছে। প্রয়োজন হলে তাদেরকেও জিজ্ঞাসাবাদ করা হবে। যশোর কোতোয়ালি মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজমল হুদা জানান, কোতোয়ালি থানার পরিদর্শক বাবুল মিয়া বাদী হয়ে মোজাফফরকে আসামি করে এ মামলাটি দায়ের করেছেন। মঙ্গলবার দুপুরে তাকে আদালতে সোপর্দ করে রিমান্ডের আবেদন জানাবে পুলিশ। মোজাফফরের প্রতিবেশী সাঈদুর রহমান জানান, মোজাফফর প্রায় একযুগ আগে এখানে বাড়িটি নির্মাণ করেন। আধাপাকা টিনসেডের বাড়িতে মোজাফফর স্ত্রী ও দুই মেয়ে নিয়ে থাকেন। তিনি যশোর এমএম কলেজ পুরাতন ছাত্রাবাসের মসজিদে ইমামতি করেন। তার স্ত্রী রাজিয়া দর্জির কাজ করেন। উল্লেখ্য, এনিয়ে গত দু’সপ্তাহের ব্যবধানে যশোরে দু’টি জঙ্গি আস্তানার সন্ধান মিলল। এর আগে গত ৮ অক্টোবর রোববার যশোর শহরের ঘোপ নওয়াপাড়া রোড এলাকার একটি বাড়িতে জঙ্গি আস্তানার সন্ধান মেলে। দিবাগত রাত ২টা থেকে সেখানে অভিযান শুরু হয়। শ্বাসরুদ্ধকর এ অভিযান ‘মেল্টেড আইস’ শেষ হয় সোমবার বিকেল ৫টার দিকে। অভিযানে সন্দেহভাজন জঙ্গি হাফিজুর রহমান সাগর ওরফে মশিউর রহমানের স্ত্রী ও হলি আর্টিজান হামলার ‘অন্যতম হোতা’ নিহত মারজানের বোন খোদেজা আক্তার খাদিজা তিন সন্তান নিয়ে আত্মসমর্পণ করেন। সেখান থেকে ৩টি সুইসাইডাল ভেস্ট, কয়েকটি নকশাসহ বিভিন্ন উপকরণ উদ্ধার করা হয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App