×

জাতীয়

জাবিতে পেয়ারার বস্তায় ১১২ বোতল ফেনসিডিল

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৪ অক্টোবর ২০১৭, ১২:২৪ পিএম

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) পরিবহন চত্বর এলাকায় একটি অটোরিকশায় তল্লাশি চালিয়ে পেয়ারাভর্তি তিনটি বস্তা থেকে ১১২ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়েছে। সোমবার রাত সাড়ে ৮টার দিকে বিশ্ববিদ্যালয় নিরাপত্তা শাখার কর্মকর্তারা এ ফেনসিডিলগুলো আটক করেন। পেয়ারাভর্তি তিনটি বস্তা নিয়ে অটোরিকশাটি বিশ্ববিদ্যালয়ের প্রান্তিক গেট থেকে ক্যাম্পাস সংলগ্ন ইসলামনগর বাজারে যাচ্ছিল। এ ঘটনায় অটোচালককে আটক করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের প্রধান নিরাপত্তা কর্মকর্তা সুদীপ্ত শাহীন এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘বস্তায় তল্লাশি চালানোর সময় ফেনসিডিলের মালিক নয়ন পালিয়ে গেলেও অটোচালককে আটকে রাখতে সক্ষম হই।’ আটককৃত অটোচালক রাজিব হুসাইন (১৯) পিরোজপুরের নাজিরপুর থানার সলদা ইউনিয়নের মাটিভাঙ্গা গ্রামের ইয়ার আলী শাহের ছেলে। তিনি মায়ের সঙ্গে ইসলামনগরে থাকেন। তার বিরুদ্ধে বিশ্ববিদ্যালয়ের অভ্যন্তরে একাধিকবার চুরির অভিযোগ রয়েছে এবং মাদকসেবন ও ব্যবসার সঙ্গে তিনি প্রত্যক্ষভাবে জড়িত বলে বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা অফিস সূত্রে জানা যায়। অনুসন্ধানের জানা যায়, আটককৃত ফেনসিডিলের মালিক নয়নের বাবা সাইফুল আহমেদ ফারুক ক্যাম্পাস সংলগ্ন ইসলামনগর বাজারে কাপড় ব্যবসার আড়ালে মাদকের বিশাল সিন্ডিকেট গড়ে তুলেছেন। এর আগেও তিনি একাধিকবার মাদকসহ নিরাপত্তা কর্মকর্তাদের হাতে আটক হয়েছিলেন। কিন্তু ক্যাম্পাসের বিশেষ মহলের তদবিরে তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়া যায়নি বলে বিশ্ববিদ্যালয়ের একাধিক কর্মকর্তা অভিযোগ করেন। বিশ্ববিদ্যালয়েল প্রধান নিরাপত্তা কর্মকর্তা সুদীপ্ত শাহিন বলেন, ‘গোপন তথ্যের ভিত্তিতে অটোরিকশা থামিয়ে পেয়ারার বস্তা খুললে বেলুনে মোড়ানো ১১২ বোতল ফেনসিডিল পাওয়া যায়। আটককৃত অটোচালকসহ মাদকচালানের সঙ্গে জাড়িতদের বিরুদ্ধে মামলা করা হয়েছে।’ আটককৃত রাজিব হুসাইন বলেন, ‌‘মাদকের মালিক নয়ন আমার সঙ্গে ছিল। কিন্তু তাকে না আটক করে রিকশা বহনের দায়ে আমাকে আটক করা হয়েছে।’ আশুলিয়া থানার পরিদর্শক কে এম মনিরুজ্জামান বলেন, বিশ্ববিদ্যালয় প্রশাসনের দেয়া তথ্যের ভিত্তিতে অতি শিগগিরই আমরা আসামিদের আটক করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করব। মামলা করার সময় বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ফারজানা ইসলাম, রেজিস্টার, প্রক্টরিয়াল টিম ও নিরাপত্তা শাখার কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App