×

জাতীয়

কুষ্টিয়া জেলা কারাগারে হাজতির মৃত্যু

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৪ অক্টোবর ২০১৭, ০৩:৫৬ পিএম

কুষ্টিয়া জেলা কারাগারে কোরবান আলী (৫৫) নামের এক হাজতির মৃত্যু হয়েছে। কোরবান আলী কুষ্টিয়া শহরের চৌড়হাস এলাকার মৃত খেরো মন্ডলের ছেলে। কুষ্টিয়া জেলা কারাগারের জেল সুপার জাকির হোসেন জানান, একটি মাদকের মামলায় গত মার্চ মাস থেকে হাজতি হিসেবে কোরবান আলী কারাগারে ছিলেন। সোমবার বুকে ব্যথা নিয়ে কোরবান আলী কারা হাসপাতালে ভর্তি হন। মঙ্গলবার বেলা ১১টার দিকে তাকে কারা হাসপাতাল থেকে ২৫০ শয্যা বিশিষ্ট কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে একজন বিশেষজ্ঞ চিকিৎসক তাকে ব্যবস্থাপত্র দিয়ে বিকেলে হাসপাতাল থেকে কারাগারে পাঠিয়ে দেন। এরপর থেকে তিনি স্বাভাবিক ছিলেন। রাতে খাবারও গ্রহণ করেন। মঙ্গলবার ভোর ৪টার দিকে বুকে প্রচণ্ড ব্যথা অনুভব হলে তাকে দ্রুত ২৫০শয্যা বিশিষ্ট কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। হাসপাতালের আর এম ও ডা. তাপস কুমার সরকার জানান, হাসপাতালে নিয়ে আসার পথেই কোরবান আলীর মৃত্যু হয়। জেল সুপার জাকির হোসেন জানান, হাজতি কোরবান আলী দীর্ঘদিন ধরে মাদকাসক্ত ছিলেন। ময়নাতদন্তের জন্য মরদেহ কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে রাখা হয়েছে বলেও জানান তিনি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App