×

সাহিত্য

আগুনের দিকে যাচ্ছি

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৪ অক্টোবর ২০১৭, ০৮:০০ পিএম

গল্প শেষে চারপাশে ভেসে থাকে তোমার সৌরভ মুর্হুমুহু সীমাহীন কষ্টের বিষাদ, আগুনের দিকে যাচ্ছি, যেনেও থামতে পারিনি। তোমার অতলান্তে ডুবতে ডুবতে মরীচিকায় বেধেছি সময়, বুঝতেও পারিনি কতোটুকু গিয়েছি ক্ষয়ে, জানি একদিন হয়তো কেটে যাবে এই দুঃসময় শুকিয়ে যাবে পলকে পলকে ঝরে পরা যন্ত্রণার বারিধারা। তবুও কেন এতো শূন্য হতে থাকি... ভাঙতে থাকা পাঁজরের শুব্দ শুনে, ভাবি- হায়, এ কেমন জীবন! পাবোনা যেনেও পরে থাকে মাদকতায়, এক পরাবাস্তব মন।

 

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App