স্থায়ী কমিটির সদস্য এম কে আনোয়ারের মৃত্যুতে বিএনপির সংবাদ সম্মেলন স্থগিত করা হয়েছে।
মঙ্গলবার সকাল ১১টায় নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিতব্য এ সংবাদ সম্মেলনে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বক্তব্য দেয়ার কথা ছিল।
বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইং কর্মকর্তা শায়রুল কবির খান বিষয়টি নিশ্চিত করে জানান, দলের স্থায়ী কমিটির সদস্য এম কে আনোয়ারের মৃত্যুর কারণে সংবাদ সম্মেলনটি স্থগিত করা হয়েছে। পরবর্তীতে সংবাদ সম্মেলনের সময় জানিয়ে দেয়া হবে।
সোমবার রাত ১টার পর বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী এম কে আনোয়ার ঢাকার এলিফেন্ট রোডে নিজ বাড়িতে ইন্তেকাল করেন।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।