জাতীয় সংসদের অষ্টদশ অধিবেশন আগামী ১২ নভেম্বর বিকেল ৪টায় বসবে বলে মঙ্গলবার সংসদ সচিবালয় সূত্রে জানান হয়েছে। সংবিধানের ৭২ অনুচ্ছেদের (১) দফায় প্রদত্ত ক্ষমতাবলে প্রেসিডেন্ট মো. আবদুল হামিদ এই অধিবেশন আহ্বান করেন।
আজ সংসদ সচিবালয় সূত্র জানিয়েছে, গত ১০ সেপ্টেম্বর শুরু হওয়া সংসদের ১৭তম অধিবেশন ১৪ সেপ্টেম্বর শেষ হয়। সংবিধানে একটি অধিবেশন শেষ হওয়ার ৬০ দিনের মধ্যে পরবর্তী অধিবেশন বসার বাধ্য-বাধকতা থাকায় এই অধিবেশন ডাকা হয়েছে। এই অধিবেশন সংক্ষিপ্ত হবে। অধিবেশন শুরুর দিন সংসদের কার্যউপদেষ্টা কমিটির বৈঠকের অধিবেশনের মেয়াদ ও কার্যসূচী চূড়ান্ত করা হবে।
উল্লেখ্য, গত অধিবেশন সংক্ষিপ্ত হলেও রোহিঙ্গা সংকট ও সংবিধানের ষোড়শ সংশোধনীর উপর উচ্চ আদালতের দেয়া রায় নিয়ে অধিবেশন জুড়ে ব্যাপক উত্তেজনা ছিলো। এই দু’টি ইস্যুতে সাধারণ আলোচনাও হয়েছে। আগামী অধিবেশনও রোহিঙ্গা ইস্যুতে উত্তপ্ত থাকবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।