×

জাতীয়

শাহপরীর দ্বীপ থেকে শতাধিক রোহিঙ্গার অনুপ্রবেশ

Icon

কাগজ অনলাইন প্রতিবেদক

প্রকাশ: ২৩ অক্টোবর ২০১৭, ০৮:২৬ পিএম

মিয়ানমারের সহিংসতায় রোহিঙ্গা অনুপ্রবেশ থামছেই না। গত দু’দিন রোহিঙ্গা অনুপ্রবেশ না হলেও আজ সকাল থেকে শাহপরীর দ্বীপের বিভিন্ন পয়েন্ট থেকে শতাধিক রোহিঙ্গা বাংলাদেশে অনুপ্রবেশ করেছে। এদিকে শৃঙ্খলা ফেরানো ও রোহিঙ্গা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুরোদমে কাজ করছে বাংলাদেশ সেনাবাহিনী। আজ সকাল থেকে সাবরাং ইউনিয়নের ৭ নং ওয়ার্ড থেকে ৮৯ জন ও ৪ নং ওয়ার্ড থেকে ৩২ জন রোহিঙ্গা অনুপ্রবেশ করেছে বলে জানিয়েছেন শাহপরীর দ্বীপের মেম্বার ফজলুল হক। দক্ষিণপাড়া, জ্বালিয়পাড়া, খুরের মুখসহ বিভিন্ন পয়েন্ট দিয়ে রোহিঙ্গারা অনুপ্রবেশ করেছে। বিষয়টি নিশ্চিত করেন শাহপরীর দ্বীপের আইওএমের গণনাকারী মো. জসিম। তিনি জানান, গত দুদিন রোহিঙ্গা অনুপ্রবেশ করেনি। তবে গতকাল সকাল থেকে রোহিঙ্গা অনুপ্রবেশ ঘটেছে। এপারে আসা রোহিঙ্গারা জানান, কোনো সময় রোহিঙ্গা অনুপ্রবেশের ঢল নামতে পারে। মিয়ানমার সীমান্তে হাজার হাজার রোহিঙ্গা এপারে আসার জন্য অপেক্ষা করছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App