×

জাতীয়

রাজশাহীতে বইমেলা উদ্বোধন করলেন বিভাগীয় কমিশনার

Icon

কাগজ অনলাইন প্রতিবেদক

প্রকাশ: ২৩ অক্টোবর ২০১৭, ১০:৪৫ পিএম

রাজশাহী বিভাগীয় কমিশনার নূর-উর রহমান আজ সোমবার রাজশাহী কলেজ মাঠে বইমেলা উদ্বোধন করেছেন। ৬৫ জন প্রকাশক মেলায় প্রদর্শিত স্টল স্থাপন করেছেন। সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের অধীনে জাতীয় গ্রন্থকেন্দ্র জেলা প্রশাসন ও বাংলাদেশ জ্ঞান ও ক্রিয়েটিভ পাবলিশার্স সমিতির সহায়তায় রাজশাহী কলেজ প্রাঙ্গণে এ মেলার আয়োজন করা হয়। সবাইকে বই পড়ার অভ্যাস ও উৎসাহিত করার জন্য ৮ দিনব্যাপী বইমেলা শুরু হয়েছে। ৩০ অক্টোবর পর্যন্ত সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত এটি উন্মুক্ত থাকবে। এ ছাড়া সন্ধ্যায় বিভিন্ন বিষয় নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। জেলা প্রশাসক হেলাল মাহমুদ শরীফের সভাপতিত্বে প্রধান অতিথি রাজশাহী বিভাগীয় কমিশনার নুর-উর রহমানের বলেন, জনগণের মধ্যে বই পড়ার অভ্যাস গড়ে তুলতে সহজলভ্য এবং সহজ ও সৃজনশীল বইগুলো অত্যন্ত প্রয়োজনীয়। পাঠকদের উৎসাহিত করার জন্য তাদের দোরগোড়ায় বই পৌঁছানোর প্রয়োজনীয়তা তুলে ধরেন। এ সময় রাজশাহী কলেজের অধ্যক্ষ হাবিবুর রহমান, মো. সালাউদ্দিন অতিরিক্ত জেলা প্রশাসক (জেনারেল) এবং বাংলাদেশ নলেজ এন্ড ক্রিয়েটিভ পাবলিশার্স সমিতির পরিচালক এবং মিজানুর রহমান জাতীয় গ্রান্টের পরিচালক প্রধান অতিথির বক্তব্য একমত পোষণ করেছেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App