×

জাতীয়

মাদারীপুরে ভারি বর্ষণে ফসলের ব্যাপক ক্ষতি

Icon

কাগজ অনলাইন প্রতিবেদক

প্রকাশ: ২৩ অক্টোবর ২০১৭, ০৮:৪৯ পিএম

গত কয়েক দিনের ভারি বর্ষণে মাদারীপুর সদরসহ জেলার চারটি উপজেলার প্রায় সর্বত্র উঠতি ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। অপেক্ষাকৃত নিচু জমির প্রায় সব ফসল পানিতে নষ্ট হয়ে গেছে। এতে জেলার কৃষকরা বড় ধরনের ক্ষতির সম্মুখীন হয়েছেন। বাবুল ফকিরের পরিবারে রয়েছে ৮ জন সদস্য। সবার মুখে দুই মুঠো ভাত তুলে দিতে ৩ মাস আগে এনজিও থেকে ঋণ নিয়ে জমিতে বিভিন্ন সবজি চাষাবাদ করেছিলেন। সেখানে তার আপ্রাণ চেষ্টায় সবজির ফসল ভালোই হয়েছিল। কিন্তু ২ দিনের টানা ভারি বর্ষণে তলিয়ে যায় সবজি ক্ষেত। কোনো সান্ত¦নাই তার কান্না থামাতে পারছে না। জানা গেছে, উপজেলার প্রত্যন্ত অঞ্চল কয়ারিয়া ইউনিয়নের পূর্বচর আলীমাবাদ গ্রামের সেকান্দার ফকিরের ছেলে অসহায় কৃষক মো. বাবুল ফকির দুই একর জমিতে তার স্ত্রীর সহযোগিতায় করলা, লাউ, টমেটো, বাঁধাকপি ও লালশাকসহ বিভিন্ন প্রকার শীতকালীন সবজি চাষাবাদ করেন। তিনি ওই সব সবজি চাষ করার জন্য এনজিও আশা ও ব্র্যাক থেকে দুই লক্ষাধিক টাকা ঋণ নেন। কিন্তু প্রাকৃতিক দুর্যোগে ওই সবজি ক্ষেত পানিতে তলিয়ে যায়। বাবুল ফকিরের মতো একই এলাকার মো. ইউসুফ খাঁর ১ একর জমির সবজি ক্ষেত ভারি বর্ষণে তলিয়ে যায়। ক্ষতিগ্রস্ত কৃষক বাবুল ফকির বলেন, ‘আমাদের সব শেষ হয়ে গেছে। কিভাবে আমরা এখন বাঁচমু? আর কিভাবে ঋণ পরিশোধ করমু?’ এ ব্যাপারে উপজেলা কৃষি কর্মকর্তা ড. মো. মনিরুজ্জামান বলেন, ফসল তলিয়ে গেছে আমরা শুনেছি। তবে যাতে করে তারা সহযোগিতা পান তার ব্যবস্থা করা হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App