×

তথ্যপ্রযুক্তি

ফোল্ডিং ফোন আনছে হুয়াওয়ে

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৩ অক্টোবর ২০১৭, ০৪:১৯ পিএম

এই প্রথম ফোল্ডিং অ্যানড্রয়েড ফোন আনছে চীনের হ্যান্ডসেট নির্মাতা প্রতিষ্ঠান হুয়াওয়ে। ফোনটি আগামী বছর নাগাদ বাজারে আসবে বলে ধারণা করা হয়েছে। প্রযুক্তি বিষয়ক ওয়েবসাইট সিনেট জানিয়েছে, হুয়াওয়ে ফোল্ডিং ফোন তৈরির জন্য ইতোমধ্যে কাজ শুরু করেছে। সিনেটকে হুয়াওয়ের কনজ্যুমার বিজনেস গ্রুপের প্রধান নির্বাহী কর্মকর্তা রিচার্ড ইউ জানিয়েছে, হুয়াওয়ে ইতোমধ্যে এই ফোনের একটি প্রোটোটাইপ তৈরি করেছে। তবে এখনও অনেক কাজ বাকি। রিচার্ড ইউ জানিয়েছে, হুয়াওয়ের ফোল্ডিং ফোনটিতে দুইটি ডিসপ্লে থাকবে। একটি কব্জা দিয়ে ফোনটি জুড়ে দেয়া থাকবে। ফোনটি হবে হালকা ও পাতলা গড়নের। ফ্লেক্সিবল ডিসপ্লে টেকনোলজিতে ফোনটি তৈরি হবে। বাণিজ্যিকভাবে ফোনটি বাজারে আসবে আগামী বছর।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App