×

জাতীয়

পাচারকালে বেনাপোলে ৪০ হাজার দুই টাকা নোট উদ্ধার

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৩ অক্টোবর ২০১৭, ০১:০১ পিএম

ভারতে পাচারের সময় বেনাপোল ৪০ হাজার দুই টাকার নোট উদ্ধার করেছে বিজিবি সদস্যরা। সোমবার (২ ৩ অক্টোবর ) সকাল ১০টার সময় বেনাপোল স্থলবন্দর বাস টার্মিনাল থেকে এ টাকা উদ্ধার করা হয়। এই দুই টাকার নোট ভারতে পাচারের পর সে দেশে ছয় রুপিতে বিক্রি করে থাকে পাচারকারীরা বলে বিভিন্ন সূত্র জানিয়েছে। বেনাপোল ৪৯ বিজিবি ক্যাম্প কমান্ডার সুবেদার সফিকুল ইসলাম জানান, নিজস্ব গোয়েন্দা এফআইজি নায়েক আব্দুল করিমের সংবাদের ভিত্তিতে জানতে পারি ঢাকা থেকে বেনাপোলের উদ্দেশ্য ছেড়ে আসা একটি পরিবহনে ব্যাগে করে বিপুল পরিমান দুই টাকার নোট ভারতে পাচারের উদ্দেশ্য নিয়ে আসা হয়েছে। এমন সংবাদের ভিত্তিতে ফোর্স নিয়ে বেনাপোল স্থলবন্দর বাস টার্মিনালে অভিযান চালিয়ে ৪০ হাজার দুই টাকার নোট উদ্ধার করা হয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App