×

জাতীয়

দায়ের করা মামলা এজাহার হিসেবে নেয়ার নির্দেশ

Icon

কাগজ অনলাইন প্রতিবেদক

প্রকাশ: ২৩ অক্টোবর ২০১৭, ০৮:২৬ পিএম

ছাত্রলীগের কেন্দ্রীয় সহসম্পাদক দিয়াজ ইরফান চৌধুরী হত্যার অভিযোগে তার মায়ের দায়ের করা হত্যা মামলাটি এজাহার হিসেবে নিতে হাটহাজারী থানাকে নির্দেশ দিয়েছেন আদালত। বাদীপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে শুনানি শেষে আজ সোমবার চট্টগ্রামের পঞ্চম অতিরিক্ত জেলা ও দায়রা জজ নুর এ আলম এ আদেশ দেন। দিয়াজের বোন আইনজীবী জুবাঈদা ছরওয়ার চৌধুরী নিপা ভোরের কাগজকে বলেন, মায়ের করা মামলাটিই এজাহার হিসেবে গণ্য করার জন্য আদালতে আবেদন করা হয়েছিল। শুনানি শেষে আবেদন গ্রহণ করে হাটহাজারী থানাকে মামলাটি এজাহার হিসেবে গ্রহণের নির্দেশ দিয়েছেন আদালত। বাদীপক্ষের আইনজীবী ও চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক আবু হানিফ বলেন, এ ধরনের আবেদন এর আগেও করা হলে মুখ্য বিচারিক হাকিম আদালতে তা নামঞ্জুর হয়েছিল। পরে আবার জেলা জজের আদালতে আবেদন করা হয়। শুনানির জন্য নির্ধারিত পঞ্চম অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত এ আবেদন মঞ্জুর করেন। গত বছরের ২০ নভেম্বর রাতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের দুই নম্বর গেট এলাকায় ভাড়া বাসায় নিজ কক্ষ থেকে দিয়াজের ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App