×

জাতীয়

এরশাদ আমলের গৃহকর অধ্যাদেশ বাতিলের দাবি

Icon

কাগজ অনলাইন প্রতিবেদক

প্রকাশ: ২৩ অক্টোবর ২০১৭, ০৮:১৯ পিএম

গৃহকর নিয়ে এরশাদ সরকারের জারিকৃত ১৯৮৬ সালের আয়কর অধ্যাদেশ ‘দি সিটি কর্পোরেশন ট্যাক্সেশন রুলস’ অধ্যাদেশ বাতিলের দাবি জানিয়েছেন চট্টগ্রাম নাগরিক ফোরাম নামক একটি সংগঠনের নেতারা। আজ সোমবার চট্টগ্রাম প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে এ অধ্যাদেশকে কালো অধ্যাদেশ বলে তা বাতিলের দাবিতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন তারা। সংবাদ সম্মেলনে সংগঠনের মহাচিব কামাল উদ্দিন জানান, ২০১৫ সালে মেয়র নির্বাচনের সময় বর্তমান মেয়র আ জ ম নাছির উদ্দিন ওয়াদা করেছিলেন, তিনি তার মেয়াদকালে গৃহকর বাড়াবেন না। কিন্তু হঠাৎ করে তিনি ১৯৮৬ সালের ওই অধ্যাদেশের দোহাই দিয়ে বাড়ি ভাড়ার আয়ের ভিত্তিতে গৃহকর পুর্নমূল্যায়নের তোড়জোড় শুরু করেছেন। তিনি বলেন, ওই অধ্যাদেশ জারির ৩১ বছর পার হয়ে গেলেও রাজধানী ঢাকাসহ কোনো নগরীতেই বাড়ি ভাড়া আয়ের ভিত্তিতে গৃহকর নির্ধারণ হয়নি। তিনি বলেন, বিশ্বের সবচেয়ে বড় গণতান্ত্রিক এবং আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রতিবেশী দেশ ভারতের সব সিটি কর্পোরেশনের যে নিয়মে হোল্ডিং ট্যাক্স আদায় করা হয় আমাদের দেশেও সেই নিয়ম অনুসরণ করলে সাধারণ মানুষ উপকৃত হবে। সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে সংগঠনের ভাইস চেয়ারম্যান হেকিম মোহাম্মদ উল্লাহ, মোহাম্মদ মুছা, ছালামত আলী, মোহাম্মদ আবদুর সবুর, জহুরুল ইসলাম শানু, মোহাম্মদ আবদুর সবুর খান, মোহাম্মদ ওসমান গনি, মহসিন চৌধুরী উপস্থিত ছিলেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App