×

জাতীয়

এখনো থই থই পানি বোয়ালমারী হাসপাতালে

Icon

কাগজ অনলাইন প্রতিবেদক

প্রকাশ: ২৩ অক্টোবর ২০১৭, ১০:৪০ পিএম

বর্ষণের ৭২ ঘণ্টা অতিবাহিত হলেও ফরিদপুরের বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরের পানি নিষ্কাশনের কোনো উদ্যোগ গ্রহণ করেনি পৌরসভা কর্তৃপক্ষ ও উপজেলা প্রশাসন। এতে করে দূর-দূরান্ত থেকে চিকিৎসাসেবা নিতে আসা রোগীদের দুর্ভোগ পোহাতে হচ্ছে। গতকাল সোমবার দুপুরে হাসপাতাল চত্বরে গিয়ে দেখা যায়, রোগীসহ স্বজনরা পানিতে ভিজেই চিকিৎসাসেবা নিতে ভেতরে প্রবেশ করছেন এবং বের হচ্ছেন। হাসপাতালে অবস্থিত মেডিকেল অফিসার ও নার্সদের কোয়ার্টারের সামনে দিয়েও পানি থই থই করছে। এ ব্যাপারে উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডা. তাপস বিশ্বাস বলেন, পানি নিষ্কাশনের বিষয়ে উপজেলা চেয়ারম্যান, ইউএনও এবং পৌর মেয়রের সঙ্গে কথা হয়েছে। আমরাও স্বাস্থ্য ঝুঁকির মধ্যে পড়েছি। তিনি বলেন, হাসপাতালের সামনের রেলপথ দিয়ে ড্রেনের মাধ্যমে পানি নিষ্কাশনের ব্যবস্থা না করলে এ দুরবস্থা থেকেই যাবে। পৌর মেয়র মো. মোজাফফর হোসেন মিয়া এ বিষয়ে কথা বলতে অস্বীকৃতি জানান।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App