×

জাতীয়

ভারতীয় অর্থায়নে বাস্তবায়িত উন্নয়ন প্রকল্প উদ্বোধন করলেন সুষমা স্বরাজ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৩ অক্টোবর ২০১৭, ১১:৪৬ এএম

ভারতীয় অর্থায়নে বাস্তবায়িত বাংলাদেশে ১৫টি উন্নয়ন প্রকল্প উদ্বোধন করলেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ। সোমবার সকালে রাজধানীর বারিধারায় ভারতীয় হাইকমিশনের নতুন চ্যান্সারি ভবনসহ এসব প্রকল্পের উদ্বোধন করেন তিনি। ৭১ কোটি ৬৪ লাখ টাকা ব্যয়ের এই প্রকল্পগুলোর মধ্যে রয়েছে, পিরোজপুরে ১১টি পানি পরিশোধনাগার স্থাপন, দেশের বিভিন্ন স্থানে ৩৬টি কমিউনিটি ক্লিনিক স্থাপন, সাভারে ৫ তলা ইস্কন মন্দির নির্মাণ, সিলেট ইস্কনে ৫ তলা ছাত্রাবাস নির্মাণ, চট্টগ্রামে একটি কমিউনিটি ভবন নির্মাণসহ অন্যান্য প্রকল্প। উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশের বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন। এর আগে দুই দিনের সফরে রোববার ঢাকা আসেন ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী। সফরসূচি হিসেবে ঢাকায় এটাই তার শেষ কর্মকাণ্ড। এরপর দুপুর ১টা ২০ মিনিটে তার ঢাকা ছাড়ার কথা রয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App