×

জাতীয়

ইয়াবাসহ যুবক গ্রেপ্তার চট্টগ্রামে ৪ মাদক ব্যবসায়ীর দন্ড

Icon

কাগজ অনলাইন প্রতিবেদক

প্রকাশ: ২৩ অক্টোবর ২০১৭, ০৮:২১ পিএম

চট্টগ্রামে ইয়াবাসহ গ্রেপ্তার চার মাদক ব্যবসায়ীকে বিভিন্ন মেয়াদে কারাদন্ড দিয়েছেন আদালত। আজ সোমবার চট্টগ্রাম মহানগর দায়রা জজ মো. শাহে নূর এই রায় দেন। একই রায়ে আদালত তাদের পাঁচ হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরো এক মাসের কারাদন্ড দিয়েছেন। দন্ডিত আসামিরা হলো- জসীম উদ্দিন, ফরিদ আহাম্মদ, আজাদ হোসেন ও আমির আলী। এদের মধ্যে জসীম উদ্দিন কারাগারে রয়েছে এবং বাকিরা পলাতক। চট্টগ্রাম মহানগর পিপি এডভোকেট মো.ফখরুদ্দিন চৌধুরী জানান, ২০১৬ সালের ২০ আগস্ট রাতে নগরীর সদরঘাট থানার সদরঘাট রোডের একটি ফার্মেসির সামনে থেকে দুই হাজার পিস ইয়াবাসহ ওই চারজনকে গ্রেপ্তার করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। তাদের বিরুদ্ধে দায়ের হওয়া মামলায় গত বছরের ৩ অক্টোবর অভিযোগপত্র দাখিলের পর ১ ডিসেম্বর অভিযোগ গঠন করেন আদালত। রাষ্ট্রপক্ষের ৫ জন সাক্ষীর শুনানি শেষে গতকাল এই রায় দেন আদালত। এদিকে গতকাল সোমবার ভোরে নগরীর শাহ আমানত ব্রিজ এলাকা থেকে ইয়াবাসহ জামিল উদ্দিন (২২) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুুলিশ। একটি বাসে তল্লাশি চালিয়ে তাকে গ্রেপ্তার এবং ২ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। পুলিশ জানায়, সে কক্সবাজার সদরের টেকপাড়া এলাকার হাশেম উদ্দিনের ছেলে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App