×

জাতীয়

আপন জুয়েলার্সের মালিক দিলদারের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২৩ অক্টোবর ২০১৭, ১০:৫০ পিএম

অর্থ পাঁচার মামলায় আপন জুয়েলার্সের মালিক দিলদার আহমেদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত। জামিনের মেয়াদ শেষে আদালতে হাজির না হওয়ায় ঢাকার মহানগর হাকিম নূর নবী সোমবার এ পরোয়ানা জারি করেন।

রবিবার আপন জুয়েলার্সের অপর দুই মালিক গুলজার আহমেদ ও আজাদ আহমেদের বিরুদ্ধেও গ্রেপ্তারি পরোয়ানা জারি করে আদালত।

দিলদার আহমেদের ছেলে সাফাত আহমেদ বনানীতে বিশ্ববিদ্যালয়ের দুই ছাত্রী ধর্ষণ মামলার প্রধান আসামি। আপন জুয়েলার্সের পাঁচটি বিক্রয় কেন্দ্রে গত মে মাসে অভিযান চালায় শুল্ক গোয়েন্দা অধিদপ্তর। ওই অভিযানে প্রায় সাড়ে ১৫ মণ সোনা ও ৪২৭ গ্রাম হীরা জব্দ করা হয়। তিন দফা বৈধ কাগজপত্র দেখাতে ব্যর্থ হওয়ায় আপন জুয়েলার্সের জব্দকৃত এসব স্বর্ণ ও হীরা বাংলাদেশ ব্যাংকে পাঠানো হয়। এরপর তাদের বিরুদ্ধে অর্থ পাঁচারের অভিযোগে মামলা করে শুল্ক গোয়েন্দা অধিদপ্তর। গত ২২ আগস্ট হাইকোর্ট চার সপ্তাহের আগাম জামিন দেয়। ওই জামিনের মেয়াদ শেষে আরও এক মাস পেরিয়ে গেলেও আসামিরা নিয়ম অনুযায়ী নিম্ন আদালতে হাজির হননি। পরে অসুস্থতার কারণ দেখিয়ে আইনজীবীর মাধ্যমে সময়ের আবেদন করেন। কিন্তু আদালত ওই আবেদন নাকচ করে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App