×

জাতীয়

হাটহাজারীতে সড়ক অবরোধ প্রত্যাহার

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২২ অক্টোবর ২০১৭, ০৪:১৬ পিএম

চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সদস্য ও প্রভাবশালী পরিবহন নেতা মঞ্জুরুল আলম মঞ্জুকে আটকের প্রতিবাদে চট্টগ্রাম-রাঙামাটি মহাসড়কের হাটহাজারীতে রোববার সকাল থেকে চলা সড়ক অবরোধ প্রত্যাহার করে নিয়েছে পরিবহন শ্রমিকরা। পুলিশ প্রশাসনের সঙ্গে আলোচনার পর বেলা ১টায় অবরোধ তুলে নেয় তারা। এর ফলে দীর্ঘ তিন ঘণ্টা পর যান চলাচল ফের চালু হয়। শনিবার (২১ অক্টোবর) গভীর রাত ১২টার দিকে নগরীর আউটার স্টেডিয়াম সংলগ্ন অফিসার্স ক্লাবের সামনে থেকে মঞ্জুরুল আলমকে আটক করা হয়। জয়নাল নামের এক যুবলীগ নেতাকে গুলি করার অপরাধে তাকে আটক করে কোতোয়ালি থানা পুলিশ। এর প্রতিবাদে সকালে বাস দিয়ে ব্যারিকেড করে সড়ক করে বিক্ষুব্ধ শ্রমিকরা। পাশাপাশি সড়কের বিভিন্ন পয়েন্টে টায়ার জ্বালিয়ে ও গাছের গুঁড়ি ফেলে প্রতিবন্ধকতা সৃষ্টি করে। এতে ওই রুটের যাত্রীরা কার্যত আটকা পড়েন। এদিকে, অবরোধের বিষয়ে হাটহাজারী থানার পুলিশের উপ-পরিদর্শক মো. খলিল জানান, পরিবহন শ্রমিক নেতাদের সঙ্গে আলোচনার পর যান অবরোধ তুলে নেয় তারা। বর্তমানে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App