×

খেলা

মালাগার বিপক্ষে ২-০ গোলে বার্সেলোনার জয়

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২২ অক্টোবর ২০১৭, ১১:২৭ এএম

মৌসুমের শুরু থেকেই এবার অনেকেটাই অপ্রতিরোধ্য বার্সেলোনা। লা লিগায় সবশেষ অ্যাটলেটিকো মাদ্রিদের বিপক্ষে ড্রয়ে পয়েন্ট হারিয়েছিল দলটি। তবে গতকাল রাতে মালাগার বিপক্ষে ২-০ ব্যবধানের গোলে জয়ে ফিরেছে কাতালান ক্লাবটি। চিরচেনা ন্যু ক্যাম্পে জেরার্ড দেউলোফেউয়ের গোলে এগিয়ে যাওয়ার পর বার্সার ব্যবধান দ্বিগুণ করেন আন্দ্রেস ইনিয়েস্তা। গত মৌসুমে মালাগার বিপক্ষে বাজে অভিজ্ঞতার শিকার হতে হয়েছে বার্সাকে। ঘরের মাঠে গোলশূন্য ড্র করার পর অ্যাওয়ে ম্যাচে ২-০ গোলে হারতে হয়েছে তাদের। নিজেদের মাঠে ম্যাচের দ্বিতীয় মিনিটেই এগিয়ে যায় বার্সেলোনা। লুকাস দিনিয়ের সহায়তায় জেরার্ড দেউলোফেউ বার্সাকে লিড এনে দেন। প্রথমার্ধে ১-০ গোলে এগিয়ে যাওয়ার পর ৫৬তম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন আন্দ্রেস ইনিয়েস্তা। মেসির পাস ধরে ডি-বক্সের মধ্যে বাঁ থেকে কোনাকুনি শটে প্রতিপক্ষের জাল কাঁপান স্প্যানিশ এ মিডফিল্ডার। বার্সার হয়ে ম্যাচের ৭৩ মিনিটে গোলের সহজ সুযোগ নষ্ট করেন গোল খরায় ভুগতে থাকা লুইস সুয়ারেজ। ম্যাচের বাকি সময়ে আর কোনো গোল না হওয়ায় ২-০ ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে ব্লুগ্রেনারা। চলতি মৌসুমে এখন পর্যন্ত অপরাজিত রয়েছে বার্সেলোনা। লা লিগায় ৯ ম্যাচে আট জয় ও এক ড্রয়ে ২৫ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে রয়েছেন কাতালান ক্লাবটি। এক ম্যাচ কম খেলা রিয়াল মাদ্রিদ ১৭ পয়েন্ট নিয়ে টেবিলের তৃতীয় স্থানে রয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App