×

জাতীয়

নারীদের মধ্যে ২০ লাখ সিম বিতরণ করবে টেলিটক

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২২ অক্টোবর ২০১৭, ০৩:২০ পিএম

নারীদের ক্ষমতায়নের অংশ হিসেবে বিনামূ্ল্যে ২০ লাখ সিম বিতরণ করবে রাষ্ট্রীয় মোবাইল কোম্পানি টেলিটক। রোববার ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম এ কথা জানিয়েছেন। এদিন দুপুরে সচিবালয়ে টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে বিনামূল্যে টেলিটক সিম বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন তিনি। এ সময় প্রতিমন্ত্রী ওই তথ্য জানান। তিনি জানান, টেলিটকের রিটেইলার ও কাস্টমার কেয়ার সেন্টারে গিয়ে বায়োমেট্রিক পদ্ধতি অনুসরণ করে ‘অপরাজিতা’নামে সিম নেওয়া যাবে। মূলত নারীদের ক্ষমতায়ন ও সমাজে প্রতিষ্ঠিত করার লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। প্রতিমন্ত্রী আরো জানান, আগামী ২৪, ২৫ ও ২৬ অক্টোবর ইন্টারনেটে ধীরগতি থাকবে। সাবমেরিন কেবল সংস্কারের কারণে সাময়িক ভোগান্তি পোহাতে হবে। উদ্বোধনী অনুষ্ঠানে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App