×

খেলা

টাইগারদের টি-টোয়েন্টি স্কোয়াড

Icon

মাসউদ

প্রকাশ: ২২ অক্টোবর ২০১৭, ১২:১৩ এএম

স্বাগতিক দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুই ম্যাচ সিরিজের টি-টোয়েন্টিকে সামনে রেখে ১৪ সদস্যের বাংলাদেশ দল ঘোষণা করেছে বিসিবি। দলের অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন সাকিব আল হাসান। টাইগারদের টি-টোয়েন্টি দলে পরিবর্তন তিনটি, অবশ্য পরিবর্তনগুলো অবধারিতই ছিল। গত মার্চে শ্রীলঙ্কা সফরে টি-টোয়েন্টি থেকে অবসর নিয়েছেন মাশরাফি বিন মুর্তজা। তাই প্রোটিয়াদের মাটিতে নড়াইল এক্সপ্রেসকে ছাড়াই টি-টোয়েন্টি খেলতে হবে বাংলাদেশকে। ইনজুরির কারণে তামিম ইকবাল ও মোস্তাফিজুর রহমানের দক্ষিণ আফ্রিকা সফর শেষ। [caption id="attachment_5448" align="aligncenter" width="819"] নাসির, শফিউল এবং লিটন[/caption] তাদের জায়গা পূরণে দলে ফিরেছেন বেশ কিছু পুরনো খেলোয়াড়। টপ অর্ডারে তামিমের জায়গায় নেয়া হয়েছে মুমিনুলকে। ঘরের মাঠে ২০১২ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষবার টি-টোয়েন্টি খেলতে নেমেছিলেন তিনি। গত টি-টোয়েন্টি বিশ্বকাপের পর ফিরলেন নাসিরও। আর দুই বছর পর আবার টি-টোয়েন্টিতে জায়গা হলো লিটনের। [caption id="attachment_5441" align="aligncenter" width="888"] মোস্তাফিজের ইনজুরি টি-টোয়েন্টি দলের দরজা খুলে দিয়েছে শফিউলের জন্য। চার বছর পর তার সামনে ২০ ওভারের ক্রিকেটে জাতীয় দলকে প্রতিনিধিত্ব করার সুযোগ।[/caption] চার বছর পর টি-টোয়েন্টি দলে ফিরেছেন শফিউল ইসলাম। সর্বশেষ ২০১৩ জিম্বাবুয়ের বিপক্ষে দলে ছিলেন তিনি। আর এক সিরিজ পর দলে ফিরেছেন রুবেল হোসেন। নিউজিল্যান্ডে দুর্দান্ত পারফর্ম করার পরও শ্রীলঙ্কা সিরিজে ছিলেন না তিনি। তবে পারফর্ম করেই আবার দলে জায়গা করে নিয়েছেন এ পেসার। ইনজুরির কারণে দক্ষিণ আফ্রিকা সফরই শেষ হয়ে গেছে বাংলাদেশি ওপেনার তামিম ইকবালের। ফলে সিরিজের শেষ ওয়ানডে ও দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে খেলা হচ্ছে না তার। তামিমের পরিবর্তে মুমিনুলের টি-টোয়েন্টি দলে অন্তর্ভুক্তির ব্যাপারটি নিশ্চিত করেছেন জাতীয় দলের প্রধান নির্বাচক ও দক্ষিণ আফ্রিকা সফরে বাংলাদেশ দলের ম্যানেজার মিনহাজুল আবেদিন নান্নু। [caption id="attachment_5449" align="aligncenter" width="532"] মমিনুল[/caption] ওয়ানডেতে মুমিনুল হক চলে না - এ দাবি ছিল বাংলাদেশ দলের প্রধান কোচ হাথুরুসিংহের। সেখানে তার অধীনেই এখন টি-টোয়েন্টিতে জায়গা ফিরে পেয়েছেন টেস্ট স্পেশালিস্ট হিসেবে খ্যাত মুমিনুল। পাঁচ বছর পর মুমিনুল ফিরলেন এ সংস্করণে। শ্রীলঙ্কাতেই টি-টোয়েন্টি ক্রিকেট ছাড়ার ঘোষণা দেয়ায় তৎকালীন অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা স্বাভাবিকভাবেই দলে নেই। যদিও দক্ষিণ আফ্রিকায় তাকে ফেরার জন্য অনুরোধ জানিয়েছিলেন বর্তমান অধিনায়ক সাকিব আল হাসান ও কোচ হাথুরুসিংহে। ওয়ানডে সিরিজের আগেই হঠাৎ করে ইনজুরিতে পড়েছিলেন মোস্তাফিজুর রহমান। এরপর সে তালিকায় যোগ দেন তামিম ইকবাল। যদিও টেস্ট সিরিজেই ইনজুরিতে ছিলেন তিনি। দেশের দুই সেরা ক্রিকেটারকে টি-টোয়েন্টিতে পাচ্ছে না বাংলাদেশ। আর ঘরের মাঠে অস্ট্রেলিয়া সিরিজের আগেই চোখের ইনজুরিতে পড়া মোসাদ্দেক হোসেন সৈকতও নেই দলে। এ ছাড়া বাদ পড়েছেন নুরুল হাসান সোহান, সানজামুল ইসলাম ও শুভাশীষ রায়। [caption id="attachment_5443" align="aligncenter" width="700"] রুবেল হোসেন[/caption] শনিবার বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ঘোষিত ১৪ সদস্যের দলে চমক বলতে বাঁহাতি ব্যাটসম্যান মুমিনুল ও পেসার শফিউলের অন্তর্ভুক্তি। বাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা প্রথম টি-টোয়েন্টি হবে ২৬ অক্টোবর, ব্লুমফন্টেইনে। ২৯ অক্টোবর দ্বিতীয় ও শেষ টি-টোয়েন্টির ভেন্যু পচেফস্ট্রুম। টেস্ট সিরিজে ৭৭ রানের একটি ভালো ইনিংস খেললেও প্রথম দুই ওয়ানডেতে সুযোগ পাননি মুমিনুল। সীমিত ওভারের ক্রিকেটে তিনি জ্বলে উঠতে পারেন কিনা, সেটাই এখন দেখার বিষয়। মাশরাফি অবশ্য আগেই বলেছেন, মুমিনুল টেস্টে ভালো করেছে, সেই অভিজ্ঞতা সীমিত ওভারের ক্রিকেটে কাজে লাগবে। ম্যাঙ্গায়ুং ওভালে ২৬ অক্টোবর সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে মাঠে নামবে সাকিব ও তার দল। এরপর ২৯ অক্টোবর দ্বিতীয় ও শেষ টি-টোয়েন্টি দিয়ে দক্ষিণ আফ্রিকা সফর শেষ করবে টাইগাররা। টি-টোয়েন্টি সিরিজের আগে ওয়ানডে সিরিজ শেষ করে ২৩ অক্টোবর অধিনায়ক মাশরাফি বিন মুর্তজার সঙ্গে দেশে ফিরবেন ইনজুরিতে আক্রান্ত টাইগার পেসার মোস্তাফিজুর রহমান। তার আগের দিন (২২ অক্টোবর) ফিরবেন ইনজুরিতে আক্রান্ত আরেক টাইগার সদস্য তামিম ইকবাল। বাংলাদেশ স্কোয়াড : সাকিব আল হাসান (অধিনায়ক), মুমিনুল হক, সৌম্য সরকার, ইমরুল কায়েস, মুশফিকুর রহিম, সাব্বির রহমান, মাহমুদ উল্লাহ রিয়াদ, লিটন দাস, নাসির হোসেন, মেহেদি মিরাজ, রুবেল হোসেন, শফিউল ইসলাম, সাইফউদ্দিন ও তাসকিন আহমেদ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App