ঢাকার সঙ্গে উত্তর ও দক্ষিণবঙ্গের রেল যোগাযোগ চালু

আগের সংবাদ

বার্নলিকে ৩-০ গোলে হারিয়েছে সিটি

পরের সংবাদ

সুষমা স্বরাজ ঢাকা আসছেন আজ

প্রকাশিত: অক্টোবর ২২, ২০১৭ , ১১:০৫ পূর্বাহ্ণ আপডেট: অক্টোবর ২২, ২০১৭ , ১১:০৫ পূর্বাহ্ণ

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ। রোববার সন্ধ্যা সাড়ে ৬টায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হবে। প্রধানমন্ত্রীর প্রেস উইংয়ের এক বার্তায় এ তথ্য জানানো হয়েছে।

উল্লেখ্য, যৌথ পরামর্শক কমিটির বৈঠকে অংশ নিতে রোববার দুপুর ১২টা ৫৫ মিনিটে ঢাকায় আসছেন ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী। তাকে বহনকারি বিশেষ বিমানটি রাজধানীর কুর্মিটোলায় বঙ্গবন্ধু বিমান ঘাঁটিতে অবতরণ করবে। পরের দিন সোমবার সফরের ২৪ ঘণ্টার মধ্যেই তার ঢাকা ছাড়ার কথা রয়েছে।

পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী ভারতীয় পররাষ্ট্রমন্ত্রীকে স্বাগত জানাবেন। পরে বিকেল সাড়ে ৫টায় রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় দুই দেশের চতুর্থ যৌথ পরামর্শক কমিটির বৈঠক অনুষ্ঠিত হবে।

এছাড়া সোমবার সকালে ঢাকায় দিল্লি হাইকমিশনে এক সাংস্কৃতিক অনুষ্ঠানে যোগদান শেষে দেশে ফিরবেন সুষমা স্বরাজ।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়