পাবনায় রেললাইনের নিচ থেকে মাটি সরে যাওয়ায় ঢাকার সঙ্গে উত্তর ও দক্ষিণবঙ্গের রেল যোগাযোগ সাময়িক বন্ধ রয়েছে। জেলার চাটমোহরে টানা বৃষ্টিতে রেললাইনের নিচ থেকে মাটি সরে গেছে বলে স্থানীয়রা জানিয়েছেন।
রোববার সকাল সাড়ে ৭টার দিকে বিষয়টি স্থানীয়দের নজরে আসলে তারা ওই রুটের একটি লোকাল ট্রেন থামিয়ে দেয়। এতে ট্রেনটি দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেলেও ওই রুটে সাময়িকভাবে রেল চলাচল বন্ধ হয়ে যায়।
রেলওয়ের পাকশি বিভাগীয় পরিবহন কর্মকর্তা শওকত জামিল মহসি ট্রেন যোগাযোগ বন্ধের সত্যতা স্বীকার করে জানান,রেল লাইন মেরামতের কাজ চলছে, দুপুর নাগাদ ট্রেন চলাচল স্বাভাবিক হবে আশা করছি।
মন্তব্য করুন
খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।