×

জাতীয়

যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরেছেন স্পিকার

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ২১ অক্টোবর ২০১৭, ০৭:২৫ পিএম

জাতীয় সংসদের স্পিকার ও সিপিএ নির্বাহী কমিটির চেয়ারপারসন ড. শিরীন শারমিন চৌধুরী যুক্তরাষ্ট্র সফর শেষে শুক্রবার রাতে দেশে ফিরেছেন।
যুক্তরাষ্ট্রে অবস্থানকালে স্পিকার ওয়াশিংটন ডিসিতে বিশ্বব্যাংক ও আন্তর্জাতিক মুদ্রা তহবিলের আয়োজনে পার্লামেন্টারি নেটওয়ার্কের উদ্যোগে অনুষ্ঠিতব্য পার্লামেন্টারি ওয়ার্কশপে অংশগ্রহণ করেন।
স্পিকার ১৬ অক্টোবর জাতিসংঘের সদর দফতরের ইকোসক চেম্বারে ‌‘রোহিঙ্গা সঙ্কট ও বাংলাদেশের মানবিক সহায়তা’ বিষয়ক ব্রিফিং অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন।
এদিনে শিরীন শারমিন চৌধুরী জাতিসংঘের সাবেক মহাসচিব ও অ্যাডভাইজরি কমিটি অন রাখাইন স্টেট এর চেয়ারম্যান কফি আনানের সঙ্গেও বৈঠক করেন।
এছাড়াও ১৭ অক্টোবর স্পিকার জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেজ ও ইউএন-উইমেন এর নির্বাহী পরিচালক মিজ ফুমজিলে মোলামবো নগসুকার সঙ্গে ফলপ্রসূ বৈঠক করেন।
স্পিকারকে স্বাগত জানাতে শুক্রবার রাতে সংসদ সচিবালয়ের উর্ধ্বতন কর্মকর্তারা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে উপস্থিত ছিলেন। বাসস

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App