×

খেলা

মেয়েদের অ্যাশেজ শুরু

Icon

শামসুজ্জামান শামস

প্রকাশ: ২১ অক্টোবর ২০১৭, ১১:১৭ পিএম

বিশ্ব ক্রিকেটে অ্যাশেজ সিরিজের নাম শুনেননি এমন লোক পাওয়া দুষ্কর। ১৮৮২ সালে শুরু হওয়া এ সিরিজ এতদিন কেবল অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের পুরুষ ক্রিকেটারদের জন্য নির্ধারিত ছিল। তবে ২০১৩ সালে অস্ট্রেলিয়ায় ইংল্যান্ড নারী ক্রিকেট দলের সফরের পর থেকে অ্যাশেজের আরেক সংস্করণ নারী অ্যাশেজের সঙ্গে বিশ্ববাসী পরিচিত হতে শুরু করে। এরপরই সিদ্ধান্ত হয় পুরুষ অ্যাশেজের মতো অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড নারী ক্রিকেট দল নারী অ্যাশেজও খেলবে। তবে পুরুষ অ্যাশেজের ১৩৫ বছরের পুরনো ইতিহাস থাকলেও এ বছর থেকে বিশ্ব ক্রিকেটপ্রেমীরা নারী অ্যাশেজও দেখতে পাবেন রোববার থেকে।  একদিনের আন্তর্জাতিক ম্যাচ দিয়ে বিশ্বের প্রথম নারী অ্যাশেজ ২০১৭-এর পর্দা উঠছে রোববার। ব্রিজবেনের অ্যালান বর্ডার স্টেডিয়ামে নারী অ্যাশেজ প্রথম একদিনের আন্তর্জাতিক ম্যাচটি অনুষ্ঠিত হবে। বাকি দুটি ম্যাচ এ মাসেরই ২৬ ও ২৯ তারিখে অনুষ্ঠিত হবে অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের নারী ক্রিকেট দলের মধ্যে। পরবর্তীতে নভেম্বরের ৯ তারিখ থেকে সিডনির ওভালে দিবা-রাত্রির টেস্ট শুরু হবে। তবে এ টেস্ট ম্যাচটি বিশেষ টেস্ট ম্যাচ হতে যাচ্ছে। এর পেছনে কারণ মূলত দুটি। প্রথমত এ টেস্ট ম্যাচটি হবে দিবা-রাত্রির ম্যাচ। তা ছাড়া এ টেস্ট ম্যাচ পুরুষ ক্রিকেটারদের মতো পাঁচ দিনের হবে না বরং নারী ক্রিকেটাররা চার দিনব্যাপী এ টেস্ট ম্যাচ খেলবে। দিবা-রাত্রির এ টেস্ট ম্যাচ শেষ হওয়ার পর ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার মধ্যকার তিনটি টি-টোয়েন্টি ম্যাচ অনুষ্ঠিত হবে। প্রথম টি-টোয়েন্টি ১৭ নভেম্বর নর্থ সিডনিতে অনুষ্ঠিত হবে। বাকি দুটি টি-টোয়েন্টিতে যথাক্রমে ১৯ ও ২১ নভেম্বর ক্যানবেরার মানুকা ওভাল স্টেডিয়ামে দুই দেশের নারী ক্রিকেট দল মুখোমুখি হবে। আর এই নারী অ্যাশেজে ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার স্কোয়াড কেমন হবে এ নিয়েও ক্রিকেটপ্রেমীদের আগ্রহের কমতি নেই। দুই দেশের সেরা নারী ক্রিকেটাররা এ স্কোয়াডে জায়গা করে নিয়েছেন। ওডিআই ও টেস্টের জন্য অস্ট্রেলিয়া ক্রিকেট এসোসিয়েসন ১৫ সদস্যবিশিষ্ট স্কোয়াড ঘোষণা করেছে। অস্ট্রেলিয়ার স্কোয়াডে রয়েছেন রাসায়েল হেনিস (অধিনায়ক), এলেক্স ব্ল্যাকওয়েল, (সহঅধিনায়ক), ক্রিসটেন বিমস, নিকোল বল্টন, নরেন স্লেট, অ্যাশনে গার্ডনার, আলিসা হ্যালি, জেস জোনাসেন, তালিয়া ম্যাকগ্রেথ, বেথ মনি, এলাইস প্যারি, মেগান সাট, বেনিলদা ভেকেরিয়া, এলাইস ভিলানি ও জেড ওয়েলিংটন। অন্যদিকে ইংল্যান্ড স্কোয়াডে রয়েছেন হেদার নাইট (অধিনায়ক), তাম্মি বমন্ট, ক্যাথেরিন রুন্ট, সফিয়া একলেস্টোন, জর্জিয়া এলিশ, জেনি গান, এলেক্স হার্তলি, ড্যানিয়েল হাজেল, লাউরা অ্যশ, এনা শ্রুবসোল, সারা টেইলর, ন্যাট সিভার, ফ্রান উইলসন, লরেন উইনফিল্ড ও ড্যানিয়েল ওয়াট। পুরুষ অ্যাশেজে ২০১৫ সাল পর্যন্ত ৬৯টি সিরিজ অনুষ্ঠিত হয়েছে। এর মধ্যে ইংল্যান্ড ও অস্ট্রেলিয়া সমান জয় তুলে নিয়েছে। উভয় দেশই ৩২টি করে সিরিজ জয়লাভ করেছে আর পাঁচটি সিরিজে ড্র হয়েছে। এখন দেখার বিষয় নারী অ্যাশেজে কারা এগিয়ে থাকে ইংল্যান্ড নাকি অস্ট্রেলিয়া? নাকি পুরুষ অ্যাশেজের মতো লড়াইটা সমান সমানই হতে যাচ্ছেÑ আর এটা দেখার জন্য অপেক্ষা করতে হবে সিরিজের একদম শেষ পর্যন্ত।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App