×

খেলা

বাবার পথেই হাঁটছেন ছেলে অর্জুন

Icon

মাসউদ

প্রকাশ: ২১ অক্টোবর ২০১৭, ১১:৫৯ পিএম

মুম্বাইয়ের ওয়াংখেড় স্টেডিয়ামে রোববার নিউজিল্যান্ডের বিপক্ষে ভারতের প্রথম ওয়ানডে ম্যাচ। পুরো ভারতীয় দলই এখন অনুশীলনে ওয়াংখেড় স্টেডিয়ামে এবং সেখানে শচিনপুত্রকে নেটে বল করতে দেখা গেছে বিরাট কোহলিদের বিপক্ষে। অর্জুন টেন্ডুলকার মুম্বাই অনূর্ধ্ব-১৯ দলের খেলোয়াড়। আরো বড় পরিচয় শচিন টেন্ডুলকারের ছেলে। শুক্রবার দেখা গেল বেশ নাড়িয়ে দিচ্ছেন বিরাট কোহলি, শিখর ধাওয়ানদের। বিরাটদের অনুশীলনে ডাকা হয়েছিল মুম্বাই অনূর্ধ্ব-১৯ দলের ক্রিকেটারদের। নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম ওয়ানডে সামনে রেখে নেট করছিল ভারত দল। সেখানে কোহলি, শিখরদের বল করেছেন পেসার অর্জুন। প্রধান কোচ রবি শাস্ত্রী এবং বোলিং কোচ ভারত অরুন পাশে দাঁড়িয়ে দেখছিলেন এবং নির্দেশনাও দিচ্ছিলেন। বাবা বিশ্বের সেরা ব্যাটসম্যান হলে কী হবে ছেলে অর্জুন কিন্তু ফাস্ট বোলার। কিছু দিন আগেই লর্ডসে নেটে জন বেয়ারস্টোককে আউট হতে হয়েছিল অর্জুনের ইয়র্কারে। টেন্ডুলকারের একমাত্র ছেলে অর্জুন অলরাউন্ডার। বোলিংয়ে বাঁহাতি সিমার। ব্যাটিংয়েও বাবার মতো হাতটা বেশ ভালো। সেই অল্প বয়স থেকেই ক্রিকেটে ট্রেনিং নিচ্ছেন অর্জুন। স্কুলের হয়ে আন্তঃপ্রতিষ্ঠান টুর্নামেন্টে খেলে ব্যাটে দারুণ করেছেন। কিন্তু এখন একটু বেশি খাটছেন বোলিং নিয়ে। স্কুলের হয়ে অনূর্ধ্ব-১৬ পর্যায়ে তার খেলা সেরা ইনিংস মাত্র ৪২ বলে ১৮৮ রানের। অর্জুনের অবশ্য নেটে বাঘা বাঘা ব্যাটসম্যানকে সামলানোর অভিজ্ঞতা আছে। এমনিতে ওয়াসিম আকরামের মতো বোলারের টিপস পান। ক্রিকেট গ্রেট বাবার সুবাদে আরো অনেক কিছু অন্যদের তুলনায় সহজে পান অর্জুন। এবার ভারতের নেটে কোহলি আর শিখরের পাশাপাশি আজিঙ্কা রাহানে ও কেদার যাদবকেও বল করেছেন অর্জুন। ভারতের জাতীয় দলের নেটে অবশ্য এখন মাঝে মাঝেই বল হাতে দেখা যায় অর্জুনকে। মাত্র ১৮ বয়েসী অর্জুন যে ভারতীয় ক্রিকেটে অনেক কিছু দিতে পারেন সামনে, সেই বিশ্বাসটা তার আশপাশের সবাই রাখেন।  

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App