বিরাট-আনুশকার প্রতিজ্ঞা

আগের সংবাদ

রোহিঙ্গা অনুপ্রবেশ : আর্থ-সামাজিক অবক্ষয়ের নিদারুণ হুমকি

পরের সংবাদ

দেয়াল ধসে গাজীপুরে শিশুর মৃত্যু

প্রকাশিত: অক্টোবর ২১, ২০১৭ , ২:০৫ অপরাহ্ণ আপডেট: অক্টোবর ২১, ২০১৭ , ২:০৫ অপরাহ্ণ

গাজীপুরে দেয়ালচাপা পড়ে জাহিদ নামে দুই বছর বয়সি এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার ভোর রাতে গাজীপুর সিটি কর্পোরেশনের পূবাইলের বসুগাও এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় শিশুটির মা ও খালা আহত হয়েছেন।

নিহত জাহিদ কিশোরগঞ্জের বাজিতপুর থানার চাদালচর এলাকার সুমন মিয়ার ছেলে। আহতরা হলেন- জাহিদের মা রীনা আক্তার ও খালা রুনা আক্তার।

এলাকাবাসী জানান, জাহিদ তার মায়ের সঙ্গে নানা বাড়িতে বেড়াতে আসে। শুক্রবার রাতে মা ও খালার সঙ্গে ঘুমাতে যায় সে। এদিকে তাদের পাশের রমিজ উদ্দিনের বাড়ির মাটির ঘর অপসারণের কাজ চলছিল। শুক্রবার থেকে টানা বৃষ্টি হওয়ায় ওই কাজ বন্ধ ছিল। শনিবার ভোর রাত ৩টার দিকে ওই ঘরের দেয়াল ধসে পাশের ঘরে পড়ে। এতে মাটি চাপা পড়ে জাহিদ ঘটনাস্থলে নিহত এবং তার মা ও খালা আহত হয়।

স্থানীয় সংরক্ষিত আসনের কাউন্সিলর হোসনে আরা সিদ্দিকা হতাহতের সত্যতা নিশ্চিত করেছেন।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়