×

খেলা

বিশ্বের চতুর্থ ধনী কোচ বাংলাদেশের

Icon

মাসউদ

প্রকাশ: ২০ অক্টোবর ২০১৭, ১১:১৫ পিএম

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) যেমন বিশ্বের চতুর্থ ধনী ক্রিকেট বোর্ড ঠিক তেমনিভাবে বিসিবির মতই বিশ্বের চতুর্থ ধনী কোচ বাংলাদেশ ক্রিকেট দলের শ্রীলঙ্কান কোচ চন্দিকা হাথুরুসিংহে। হাথুরু বছরে ৩ লাখ ৪০ হাজার ডলার (২ কোটি ৭২ লাখ টাকা) বেতন পান বিসিবি থেকে। কোচদের মধ্যে সর্বোচ্চ বেতনপ্রাপ্তির দিক থেকে বিশ্বে বর্তমানে চতুর্থ স্থানে টাইগার কোচ। ইএসপিএন ক্রিকইনফোর জনপ্রিয় ম্যাগাজিন ক্রিকেট মান্থলির নতুন সংখ্যায় সব ক্রিকেট বোর্ডের ম্যাচ ফি, আর্থিক অবস্থা, কোচ ও খেলোয়াড়দের বেতন নিয়ে তুলনামূলক চিত্র তুলে ধরে সামনে নিয়ে এসেছে খেলাটার আর্থিক বিষয়াদি। খেলোয়াড়ি জীবনে একবার ছয় বলে ছয় ছক্কা হাঁকিয়েছিলেন রবি শাস্ত্রি। কোচ হিসেবেও ছক্কা হাঁকালেন ভারতীয় ক্রিকেট দলের বর্তমান কোচ শাস্ত্রি। সবচেয়ে ধনী ক্রিকেট বোর্ডের জাতীয় দলের কোচ হওয়ার সুবিধা বোধহয় এটাই। রবি শাস্ত্রির দল পারফরমেন্সে তাদের প্রতিপক্ষ দলগুলোর চেয়ে অনেক এগিয়ে। আর তিনিও বেতনে যোজন যোজন এগিয়ে আছেন প্রতিপক্ষ কোচদের চেয়ে। বিশ্বের ক্রিকেট কোচদের মধ্যে সবচেয়ে বেশি বেতন (১১ লাখ ৭০ হাজার ডলার) পাওয়া ভারতের কোচ রবি শাস্ত্রির নাম অবধারিতভাবে রয়েছে তালিকায় শীর্ষে। মজার ব্যাপার হচ্ছে, অনেক ক্রিকেটারের বেতনও শাস্ত্রির তুলনায় কম। একমাত্র ভারত, অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের তারকা খেলোয়াড়দের বার্ষিক বেতন তার তুলনায় বেশি।     দুইয়ে থাকা অস্ট্রেলিয়ার কোচ ড্যারেন লেম্যান পান ৫ লাখ ৫০ হাজার ডলার। ইংলিশ কোচ ট্রেভর বেইলিস পান ৫ লাখ ২০ হাজার ডলার। এদের পরেই বাংলাদেশের কোচ হাথুরুসিংহের অবস্থান। পঞ্চম স্থানে থাকা নিউজিল্যান্ডের কোচ মাইক হেসনের বার্ষিক বেতন ২ কোটি ৬০ লাখ টাকা। পাকিস্তানকে চ্যাম্পিয়নস ট্রফি জেতানো কোচ মিকি আর্থার বছরে পান ১ কোটি ৮০ লাখ টাকা। এর পরের অবস্থানে থাকা মাসিক চুক্তিতে শ্রীলঙ্কা দলের সঙ্গে যুক্ত নিক পোথাসের বার্ষিক আয় ১ কোটি ১৫ লাখ টাকা। আট নম্বরে মাত্র ৯০ হাজার ডলার ছিল দক্ষিণ আফ্রিকার কোচ রাসেল ডমিঙ্গোর। ওটিস গিবসন দায়িত্বে আসার আগে দক্ষিণ আফ্রিকার কোচের ভূমিকায় ছিলেন রাসেল ডমিঙ্গো। ওয়ানডে ও টেস্টে শীর্ষ দুইয়ে থাকা দলের কোচের বেতন ছিল বাংলাদেশ কোচের প্রায় চার ভাগের একভাগ। ২০১৪ সালে মাসিক ১৮ লাখ টাকায় বিসিবির সঙ্গে দুই বছরের চুক্তি করেছিলেন হাথুরুসিংহে। এরপর ২০১৬ সালে ১৫ শতাংশ বেতন বাড়ানো হয়, যা ২০১৯ সাল পর্যন্ত চলবে। ওই প্রতিবেদন থেকেই জানা যায় বেতন ও ম্যাচ ফি হিসেবে বাংলাদেশ দলের সর্বোচ্চ আয় সাকিব আল হাসানের। সেটিও ১ লাখ ৪০ হাজার ডলার। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ এক কোটি ১৫ লাখ টাকার মতো। শুধু বেতন হিসেবে বাংলাদেশের শীর্ষ ক্রিকেটার মাশরাফি, সাকিব, তামিম ও মুশফিকের সমান আয় মাসিক ৪ লাখ টাকা করে।   কোচের বেতনের দিক থেকে বাংলাদেশ ঈর্ষণীয় উন্নতি দেখালেও ক্রিকেটারদের বেতনের ক্ষেত্রে জিম্বাবুয়ের চেয়েও পিছিয়ে বিসিবি। শীর্ষস্থানীয় ক্রিকেটারদের চুক্তি কিংবা সবচেয়ে নিম্ন শ্রেণির চুক্তির অঙ্কে বাংলাদেশ জিম্বাবুয়ে, পাকিস্তান ও আয়ারল্যান্ডের চেয়েও পিছিয়ে। এমনকি বাংলাদেশের শীর্ষস্থানীয় চার ক্রিকেটারের বেতন (৬০ হাজার ডলার) অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, ভারত ও ওয়েস্ট ইন্ডিজের সর্বনিম্ন ধাপের চেয়েও কম। এমনকি ম্যাচ ফির ক্ষেত্রেও টেস্টে বাংলাদেশ শুধু জিম্বাবুয়ের চেয়ে এগিয়ে আছে ।   অন্যদিকে ভারতের অধিনায়ক বিরাট কোহলির চেয়ে অস্ট্রেলীয় অধিনায়ক স্টিভেন স্মিথের বেতন বেশি। বিশ্বের সবচেয়ে বেশি বেতন পাওয়া ক্রিকেটার অজি অধিনায়কের বার্ষিক বেতন ১২ কোটি টাকারও বেশি। কোহলির বার্ষিক বেতন প্রায় সোয়া ৮ কোটি টাকা। অন্যান্য আন্তর্জাতিক ক্রিকেটারের তুলনায় স্মিথের বেতন কতটা বেশি সেটা বোঝা যাবে একটি ছোট তুলনা থেকে। জিম্বাবুয়ের অধিনায়ক গ্রায়েম ক্রেমারের বার্ষিক বেতন ৭০ লাখ টাকার কিছু বেশি। তার চেয়ে প্রায় ২০ গুণ বেশি বেতন স্মিথের। অবশ্য বেতনে পিছিয়ে থাকলেও কোহলি এখনো বিশ্বের সবচেয়ে ধনী ক্রিকেটার। বেতন ছাড়াও বোর্ডের নানা রাইটস থেকে আয় আছে। পাশাপাশি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) ও বিভিন্ন ব্র্যান্ডের প্রতিনিধিত্ব তাকে এই প্রাচুর্য দিয়েছে। ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) বিরুদ্ধে অভিযোগ আছে টেস্ট ক্রিকেটকে যথেষ্ট মর্যাদা না দেয়ার। অথচ খেলোয়াড়দের সবচেয়ে বেশি ম্যাচ ফি দেয় তারাই। প্রত্যেক ভারতীয় খেলোয়াড় ১৯ লাখ টাকার বেশি পায় একটি টেস্ট খেলার জন্য। এটা অস্ট্রেলিয়ার খেলোয়াড়দের দ্বিগুণ। ক্রিকেটার হিসেবে সবচেয়ে অবহেলিত পাকিস্তানের খেলোয়াড়রা। তাদের সর্বোচ্চ বার্ষিক বেতন ৬১ লাখ টাকা। অথচ টেস্ট ক্রিকেটের নতুন সদস্য আয়ারল্যান্ডের ক্রিকেটারদের সর্বোচ্চ বেতনের চেয়ে বেশি। অবশ্য বাংলাদেশ ও জিম্বাবুয়ের ক্রিকেটারদের তুলনায়ও আইরিশদের বেতন বেশি।  

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App