×

জাতীয়

সাইবার ক্রাইম ইউনিটকে সমৃদ্ধ করা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

Icon

ইমরান রহমান

প্রকাশ: ১৯ অক্টোবর ২০১৭, ১০:৩৩ পিএম

বর্তমান সময়ের সব থেকে বড় হুমকি সাইবার অপরাধ। এটিকে নিয়ন্ত্রন করার জন্য অচিরেই সাইবার ক্রাইম ইউনিটকে সমৃদ্ধ করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। গতকাল বৃহস্পতিবার রাতে রাজধানীর মিরপুর ১৪ নাম্বারের পুলিশ স্টাফ কলেজের পিএসসি কনভেনশন হলে প্রথমবারের মত চালুকৃত আইজিপি মিডিয়া অ্যাওয়ার্ড-২০১৭ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি। অনুষ্ঠানে আইজিপি এ কে এম শহিদুল হকের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী, তথ্য মন্ত্রণালয়ের সচিব মরতুজা আহমদ এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সচিব মোস্তাফা কামাল উদ্দীন প্রমুখ। আইজিপি অ্যাওয়ার্ড ২০১৭ টি প্রিন্ট, ইলেক্ট্রনিক্স ও ফটো-সাংবাদিকতা বিভাগে দেয়া হয়। প্রিন্ট মিডিয়া বিভাগে অ্যাওয়ার্ড পেয়েছেন আমাদের সময় পত্রিকার অপরাধ বিষয়ক প্রতিবেদক হাবিব রহমান। ইলেক্ট্রনিক মিডিয়া বিভাগে অ্যাওয়ার্ড পেয়েছেন চ্যানেল ২৪ এর সিনিয়র রিপোর্টার মাকসুদুর নবী। তবে ফটো-সাংবাদিক বিভাগে সন্তোষযুক্ত ছবি না পাওয়ায় কারো নাম ঘোষনা করতে পারেননি গঠিত জুড়ি বোর্ড। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন,পুলিশ শুধু স্বাধীনতা যুদ্ধে ঘুরে দাড়ায়নি জনগণের বিশ্বাসের প্রতিক হিসাবেও নিজেদের প্রতিষ্ঠা করেছে। পুলিশের ভূমিকা জনগনের কাছে পৌছে দেয় গণমাধ্যম। তাই পুলিশ ও গণমাধ্যমের মধ্যে সুসম্পর্ক বজায় রাখা জরুরি। এই আয়োজনের মাধ্যমে সুসম্পর্ক আরো সুদৃঢ় হবে। তিনি বলেন, বর্তমান সময়ে সাইবার ক্রাইম ও জঙ্গিবাদ হুমকি হয়ে দাড়িয়েছিল। ইতিমধ্যে পুলিশ বাহিনীকে আধুনিক করা হয়েছে। ভবিষ্যতে আরো আধুনিক হিসাবে গড়ে তোলা হবে। আইজিপি বলেন, দেশে আইনের শাসন প্রতিষ্ঠা, জননিরাপত্তা ও সামাজিক শৃঙ্খলা প্রতিষ্ঠায় গণমাধ্যম ও পুলিশ সমান ভূমিকা পালন করেন। অনেক সময় প্রকাশিত সংবাদকে পুলিশ সোর্স হিসাবে ব্যবহার করে। তাই পুলিশ ও গণমাধ্যমের সুসম্পর্ক গড়ে তুলতে এই আয়োজন। আমরা আশা করব এই পুরস্কার জেতার আশায় আরো ভালো অনুসন্ধানী রিপোর্ট করবেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App