×

জাতীয়

সিলেটে পরিবহন ধর্মঘট প্রত্যাহার

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৮ অক্টোবর ২০১৭, ০২:০২ পিএম

সিলেটে যুবলীগের সঙ্গে শ্রমিকদের সংঘর্ষের জেরে ডাকা অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে। পুলিশ কমিশনার গোলাম কিবরিয়া জানান, বুধবার বেলা ১২টায় পরিবহন মালিক-শ্রমিক নেতাদের সঙ্গে বৈঠকে হামলাকারীদের দ্রুত গ্রেপ্তারসহ আইনি সহায়তার আশ্বাস দিলে তারা ধর্মঘট প্রত্যাহার করেন। সরেজমিনে বেলা ১টার দিকে যান চলাচল শুরু হতে দেখা গেছে। সিলেট কেন্দ্রীয় বাস টার্মিনালের ইজারা নিয়ে দ্বন্দ্বের জেরে মঙ্গলবার দুপুরে যুবলীগের কিছু কর্মী অতর্কিতে পরিবহন শ্রমিকদের ওপর হামলা চালায় বলে শ্রমিকনেতাদের অভিযোগ। এর প্রতিবাদে ও হামলাকারীদের গ্রেপ্তারের দাবিতে তারা ধর্মঘট ডাকেন বলে দাবি করেন। তবে স্থানীয় যুবলীগ নেতারা বলছেন, তারা বাস টার্মিনাল ইজারার দখল বুঝে নিতে গেলে শ্রমিকরা অতর্কিত হামলা চালায়। এদিকে হঠাৎ ডাকা ধর্মঘটের কারণে সিলেটে এসে আটকা পড়েন হাজার হাজার যাত্রী। পুলিশ কমিশনার কিবরিয়া বলেন, যাত্রীদের দুর্ভোগ লাঘবের জন্য পরিবহন নেতাদের সঙ্গে দ্রুত বৈঠক আহ্বান করা হলে তারা সাড়া দেন। আলোচনা শেষে তারা ধর্মঘট প্রত্যাহারের ঘোষণা দেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App