×

খেলা

ভারত-দক্ষিন কোরিয়া পয়েন্ট ভাগাভাগি

Icon

মাসউদ

প্রকাশ: ১৮ অক্টোবর ২০১৭, ১১:২৬ পিএম

হিরো এশিয়া কাপ হকি ২০১৭ তে 'এ' গ্রুপে চতুর্থ দল বাংলাদেশ। বৃহস্পতিবার বিকেল ৪টায় মাওলানা ভাসানী জাতীয় হকি স্টেডিয়ামে স্থান নির্ধারণী ম্যাচে স্বাগতিকরা খেলবে 'বি' গ্রুপের তৃতীয় দল চীনের বিপক্ষে। এ ম্যাচে জিতলে জিমিরা পঞ্চম-ষষ্ঠ স্থান নির্ধারণী ম্যাচে খেলবে ওমান-জাপান ম্যাচের জয়ী দলের সঙ্গে। হারলে খেলতে হবে সপ্তম-অষ্টম স্থান নির্ধারণী ম্যাচ। গ্রুপে চতুর্থ হওয়ায় ষষ্ঠ স্থান পাওয়াই কঠিন হয়ে গেল জিমিদের জন্য। আর ষষ্ঠ হতে না পারলে পরের এশিয়া কাপের জন্য বাছাই খেলতে হবে বাংলাদেশকে। অন্যদিকে গতকাল বুধবার সুপার ফোরের প্রথম ম্যাচে মালয়েশিয়ার কাছে ৩-২ গোলে হারে পাকিস্তান। রাউন্ড রবিন লিগ পদ্ধতির সুপার ফোরের অপর ম্যাচে শেষ মুহূর্তের গোলে দক্ষিণ কোরিয়ার সঙ্গে ড্র করে ভারত। ঘরের মাঠে এশিয়া কাপ হকির মতো বড় প্রতিযোগিতা। বাংলাদেশের কাছে তাই প্রত্যাশা একটু বেশিই ছিল ক্রীড়াপ্রেমীদের। গ্রুপ পর্বে লড়াইয়ের আশা করেছিলেন ক্রীড়াঙ্গনের বিশিষ্ট ব্যক্তিত্বরাও। কিন্তু বাস্তব চিত্র সম্পূর্ণ ভিন্ন। 'এ' গ্রুপ থেকে সেরা চারে উঠা ভারত ও পাকিস্তান। 'বি' গ্রুপ থেকে উঠেছে মালয়েশিয়া ও দক্ষিণ কোরিয়া। সেরা চারে প্রত্যেকেই একে অপরের বিপক্ষে একবার করে মুখোমুখি হবে। পরে শীর্ষ দুই দল খেলবে ফাইনালে। তৃতীয় ও চতুর্থ দল খেলবে তৃতীয় স্থান নির্ধারনী ম্যাচ। এশিয়ার সেরা হকি টুর্নামেন্টের গ্রুপ পর্বে বাংলাদেশের পারফরম্যান্স নিয়ে বিতর্ক আর সমালোচনার ঝড়। আজ স্থান নির্ধারণী ম্যাচে চীনের কাছে হারলে সমালোচনা যে আরও তীব্র হবে, বলাই বাহুল্য! কোনও ম্যাচেই এক তাল-লয়ে খেলতে পারেনি বাংলাদেশ। বিশেষ করে শেষের দিকে খেই হারিয়ে ফেলছেন জিমি-চয়নরা। দলের এমন বাজে পারফরম্যান্সে কোচ মাহবুব হারুন স্বাভাবিকভাবেই হতাশ। গত ছয় বছরে প্রিমিয়ার হকি লিগ হয়েছে মাত্র তিনবার। এশিয়া কাপের মতো বড় আসরে এমন দুরবস্থার জন্য শুধু খেলোয়াড়দের দায়ী করেও লাভ নেই। এ নিয়ে দ্বিতীয়বারের মতো এশিয়া কাপ হকির আসর বসলো বাংলাদেশে। এর আগে ১৯৮৫ সালে ঢাকায় বসেছিল এশিয়া কাপের দ্বিতীয় আসর। সেবার আয়োজনের পাশাপাশি মাঠের পারফরম্যান্সেও সুনাম অর্জন করেছিল বাংলাদেশ। দশম আসরে অংশ নেয়া স্বাগতিকদের পারফরম্যান্সে হতাশ ক্রীড়াপ্রেমিরা। মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে আট দলের প্রতিযোগিতায় বাংলাদেশ ছিল ‘এ’ গ্রুপে। স্বাগতিক দলের তিন গ্রুপসঙ্গী ভারত, পাকিস্তান ও জাপান। ‘বি’ গ্রুপে বর্তমান চ্যাম্পিয়ন দক্ষিণ কোরিয়া, মালয়েশিয়া, চীন ও ওমান।  

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App