×

খেলা

ফিরছেন রেবেকা মারিনো

Icon

শামসুজ্জামান শামস

প্রকাশ: ১৮ অক্টোবর ২০১৭, ১০:৫৭ পিএম

দীর্ঘদিনের অবসর ভেঙে আবারো টেনিসে ফিরছেন একসময়ের জনপ্রিয় কানাডিয়ান টেনিস তারকা রেবেকা মারিনো। বুধবার কানাডার টেনিস ফেডারেশন বিষয়টি নিশ্চিত করেছে। এ বিষয়ে গণমাধ্যমে দেয়া এক বিবৃবিতে কানাডার টেনিস ফেডারেশনের পক্ষ থেকে জানানো হয়েছে, অবসর ভেঙে কোর্টে ফিরছেন রেবেকা। শুধু তাই নয়, কানাডার টেনিসের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থাটি আরো জানিয়েছে, এখন থেকে নিয়মিত টেনিস টুর্নামেন্টে অংশ নেবেন বর্তমানে ২৬ বছর বয়সী এই টেনিস তারকা। ২০১৩ সালে হঠাৎ করেই টেনিস থেকে অবসর নেন রেবেকা মারিনো। [caption id="attachment_4734" align="aligncenter" width="800"] রেবেকা মারিনো[/caption] অবশ্য তখন তার হঠাৎ এই অবসরে যাওয়ার সুনির্দিষ্ট কোনো কারণ তিনি গণমাধ্যমে জানাননি। তবে তখন অনেকেই মনে করেছিল সে সময় ফর্মহীনতায় ভুগছিলেন রেবেকা। তাই হতাশার কারণেই টেনিস থেকে অবসর নিয়েছেন তিনি। এরপর গত চার বছরে একসময়ের র‌্যাঙ্কিংয়ের পঞ্চাশের মধ্যে থাকা এই টেনিস তারকাকে ফিরিয়ে আনার জন্য অনেক চেষ্টা করেছে দেশটির টেনিস ফেডারেশন। কিন্তু ফেডারেশনের সব প্রস্তাবকে ফিরিয়ে দিয়ে নিজের অবসরের সিদ্ধান্তে এতদিন পর্যন্ত অনড় থাকলেও শেষ পর্যন্ত অবসর ভেঙে পুনরায় টেনিস কোর্টে ফিরে আসার ব্যাপারে সম্মত হয়েছেন তিনি। ভক্তদের বিশ্বাস এই চার বছরে সমস্ত হতাশাকে কাটিয়ে উঠেছেন তাদের প্রিয় টেনিস তারকা রেবেকা মারিনো।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App