×

আন্তর্জাতিক

পাকিস্তানে বোমা বিস্ফোরণে ৭ পুলিশ নিহত

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৮ অক্টোবর ২০১৭, ০১:২৭ পিএম

পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের রাজধানী কোয়েটায় রাস্তার পাশে পুতেঁ রাখা বোমা বিস্ফোরণে কমপক্ষে সাত পুলিশ সদস্য নিহত ও ২২ জন আহত হয়েছেন। বুধবার সকালে কোয়েটার কোয়েটা-সিব্বি সড়কে সারিয়াব মিল এলাকায় এ বিস্ফোরণ হয়। প্রাথমিক খবর অনুযায়ী, নিরাপত্তা বাহিনীর সূত্র দাবি করেছে, ৩৫ জন পুলিশ সদস্যকে নিয়ে তাদের বহনকারী গাড়ি ওই এলাকা দিয়ে যাওয়ার সময় রাস্তার পাশে পুতে রাখা বোমা বিস্ফোরিত হয়। তবে বিস্ফোরণে ধরন নিয়ে এখনো অনিশ্চিয়তা রয়েছে। সিভিল হাসপাতাল কোয়েটার মুখপাত্র ওয়াসিম বেগ সাতজনের মৃত্যুর তথ্য নিশ্চিত করেছেন। জরুরি অবস্থায় আট জনকে চিকিৎসা দেওয়া হচ্ছে। এদিকে, এর আগে বেলুচিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী সরফরাজ বুগতি জানান, এই হামলায় পুলিশের ছয় সদস্য নিহত ও ২২ জন আহত হয়েছেন। তাদের কোয়েটার বেসামরিক ও সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। এ ঘটনার পর কোয়েটায় নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং নেপথ্যের সন্ত্রাসীদের ধরতে অভিযান চলছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App