×

ভারত

বেতন না বাড়ায় স্বরাষ্ট্রমন্ত্রীকে গার্ড অফ অনার দিতে অস্বীকার

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৭ অক্টোবর ২০১৭, ০৮:৫৫ পিএম

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংহকে গার্ড অফ অনার দিতে অস্বীকার করেছেন রাজস্থান পুলিশের বেশ কিছু কর্মী। এমনকী বেতন ছাঁটাইয়ের প্রতিবাদে ২৫০ জন পুলিশকর্মী ছুটি নিয়ে নিয়েছেন। ছুটি নেয়া কয়েকজনের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর সম্মানে গার্ড অফ অনার দেয়ার ডিউটি ছিল। যোধপুরের পুলিশ কমিশনার অশোক রাঠোর জানান, ‘‌সোমবার ২৫০ জন পুলিশকর্মী ছুটি নিয়েছেন। এদিন তাদের ঘোষিত ছুটি ছিল না। তা সত্ত্বেও তাঁরা কাজে যোগ দেননি। এই পুলিশকর্মীদের মধ্যে অনেকের দায়িত্ব ছিল স্বরাষ্ট্রমন্ত্রীকে গার্ড অফ অনার প্রদর্শন করার। তাদের বদলে অন্য পুলিশ সদস্যরা দায়িত্ব পালন করেছেন। বিষয়টি খুবই গুরুতর। দোষী পুলিশ সদস্যদের বিরদ্ধে ব্যবস্থা নেয়া হবে।’‌ এদিকে রাজস্থান জুড়ে গুজব রটেছে পুলিশকর্মীদের মাসিক বেতন ২৪ হাজার থেকে কমিয়ে ১৯ হাজার করা হবে। হোয়াটসঅ্যাপ মেসেজের মাধ্যমে তা ভাইরাল হয়ে যায়। ‌‌‌সূত্র : আজকাল

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App