×

আন্তর্জাতিক

বিজেপির ষড়যন্ত্রেই পাহাড়় অস্থির হচ্ছে : মমতা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৭ অক্টোবর ২০১৭, ১২:৪৩ পিএম

ভারতের পশ্চিমবঙ্গের পার্বত্য এলাকা দার্জিলিং ফের অশান্ত হয়ে উঠেছে । সেখানে অশান্তির জন্য পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যনার্জি সরাসরি বিজেপিকে দুষছেন । তিনি বলেছেন, ‘বিজেপির ষড়যন্ত্রেই পাহাড়় অস্থির হচ্ছে। বাংলাকে ভাগ করার খেলায় নেমেছে বিজেপি।’ ‘তিনি আর অভিযোগ করেন যে, বিজেপি অফিস থেকে এখন কেন্দ্রীয় সরকার চলছে। পাহাড়ের ঘটনার জন্য বিজেপির এক মন্ত্রীও দায়ী। বিজেপির কয়েক জন নেতা পাহাড় ঘুরে রিপোর্ট দেয়ার পরই বাহিনী তুলে নিল কেন্দ্র। তাও আমাদের এক জন অফিসারের মৃত্যুর ঠিক পরেই। এই সিদ্ধান্ত বিজেপি অথবা কেন্দ্র যেই নিক, আমরা মানি না।’ সোমবার রাজ্য সচিবালয় নবান্নে দার্জিলিংয়ের রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠক শেষে এসব কথা বলেন তিনি। মুখ্যমন্ত্রী আরও বলেন, ‘পাহাড়ে রাজনৈতিক সংঘর্ষকে উৎসাহ দেওয়া হচ্ছে। আমি এ ভাবে বলতে চাই না। কিন্তু বলতে বাধ্য হচ্ছি, এক জন সাংসদ ইউপিএ-তে অভিযুক্ত পাহাড়ের নেতাদের সঙ্গে নিয়মিত দেখা করছেন। যত কিছু চক্রান্ত, ষড়যন্ত্র উনি করছেন। সব প্রমাণ আছে আমাদের কাছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App