×

বিনোদন

পারভেজ সানজারির পরিবারের বিরুদ্ধে মিলার মামলা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৭ অক্টোবর ২০১৭, ০১:৫৩ পিএম

সাবেক স্বামী এসএম পারভেজ সানজারির পরিবারের সদস্যদের বিরুদ্ধে মানহানির মামলা করেছেন কণ্ঠশিল্পী মিলা ইসলাম। মঙ্গলবার সকালে ঢাকা মহানগর হাকিম সরাফুজ্জামান আনছারীর আদালতে তিনি মামলাটি করেন। জবানবন্দি গ্রহণ করে নথি পর্যালোচনার পর বিচারক আদেশ দেবেন বলে জানিয়েছেন। মামলায় মিলার দেবর এসএম রহমান, দেবরের বউ আফরোজা রহমান লাভনী, শাশুড়ি আফরোজা নাসির এবং bd24live অনলাইনের সম্পাদককে আসামি করা হয়েছে। মামলায় বলা হয়, আসামিরা পরস্পর যোগসাজসে গত ৭, ৯ ও ১০ অক্টোবর bd24live অনলাইনে বাদিনীকে নিয়ে বিভিন্ন মানহানিকার সংবাদ প্রকাশ করেছেন। যাতে তার সুনাম ক্ষুণ্ন হয়েছে। এজন্য তিনি তাদের বিরুদ্ধে মামলাটি করেন। এর আগে গত ৫ অক্টোবর রাজধানীর উত্তরা পশ্চিম থানায় মারধর ও যৌতুকের অভিযোগে স্বামী পারভেজ সানজারির বিরুদ্ধে একটি মামলা করেছিলেন মিলা। মামলা করার পরই সানজারিকে গ্রেপ্তার করে পুলিশ। বর্তমানে তার স্বামী কারাগারেই আছেন। স্বামীর বিরুদ্ধে মিলার করা মামলায় বলা হয়, বিয়ের পর তাকে কয়েকবার মারধর করেন তার স্বামী। সর্বশেষ গত ৩ অক্টোবর তাকে আবারও মারধর করা হয়। এর আগে তার স্বামী পাঁচ লাখ টাকা যৌতুক নিয়েছেন। আরও দশ লাখ টাকা দাবি করেছেন। টাকা না পেয়ে তার স্বামী তাকে মারধর করেছেন। উল্লেখ্য, একটি বেসরকারি এয়ারলাইন্সের পাইলট পারভেজ সানজারির সঙ্গে দীর্ঘদিন ধরে মিলার প্রেমের সম্পর্কের পর গত ১২ মে তারা বিয়ে করেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App