বাংলাদেশের বিপক্ষে টি-২০ সিরিজে বিশ্রামে তাহির-রাবাদা

আগের সংবাদ

স্ত্রীর ছবি পোস্ট করে সমালোচিত ওয়ার্নার

পরের সংবাদ

শারাপোভা এক লাফে ২৮ ধাপ এগোলেন

প্রকাশিত: অক্টোবর ১৭, ২০১৭ , ১০:৪২ অপরাহ্ণ আপডেট: অক্টোবর ১৭, ২০১৭ , ১০:৪২ অপরাহ্ণ

দীর্ঘ ১৫ মাসের নিষেধাজ্ঞা কাটানোর পর ইনজুরিতে কেটেছে ৫ মাস, সব মিলে ২০ মাস পর গত আগস্টে টেনিস কোর্টে ফিরেছিলেন রাশিয়ান টেনিস সুন্দরী মারিয়া শারাপোভা। কোর্টে ফিরে এসে সর্বশেষ দুটি টুর্নামেন্টে ভালো কিছু করার আশা জাগিয়েও শেষ পর্যন্ত ভক্তদের হতাশ করেছিলেন তিনি। তবে শিরোপা জিততে না পারলেও র‌্যাঙ্কিংয়ের ক্রমশ উন্নতি করতে থাকেন রুশ সুন্দরী। গত পরশু তিয়ানজিন ওপেনের ফাইনালে বেলারুশের টেনিস তারকা অ্যারাইনা সাবেলেনকাকে হারিয়ে এক রোমাঞ্চকর জয় নিয়ে শিরোপা জিতেছেন শারাপোভা। তিয়ানজিন ওপেনের নারী এককে চ্যাম্পিয়ন হওয়ার ফলটাও খুব দ্রুতই পেয়েছেন তিনি। মঙ্গলবার  সর্বশেষ প্রকাশিত র‌্যাঙ্কিংয়ে ২৯ নম্বরে উঠে এসেছেন শারাপোভা। এর আগে র‌্যাঙ্কিংয়ে তার অবস্থান ছিল ৫৭ নম্বরে। এর ফলে একবারে ২৮ ধাপ এগোলেন জনপ্রিয় এই টেনিস তারকা।

১৫ মাসের নিষেধাঞ্জা এবং ইনজুরির ধাক্কা কাটিয়ে তিয়ানজিন ওপেনের শিরোপা জেতায় এক লাফে ২৮ ধাপ এগিয়েছেন শারাপোভা

সাবেক নাম্বার ওয়ান রুশ টেনিস তারকা মারিয়া শারাপোভার সময়টা বেশ ভালোই কাটছিল। তবে ফর্মের তুঙ্গে থাকা অবস্থায় হঠাৎ তার জীবনে ঝড় হয়ে আসে ইনজুরি এবং নিষেধাজ্ঞা। ডোপ ক্যালেঙ্কারীর এবং ইনজুরির কারণে দীর্ঘদিন তাকে থাকতে হয় টেনিসের বাইরে। তবে টেনিস কোর্টে ফিরেই নিজের দুর্দান্ত প্রত্যাবর্তনের জানান দেন তিনি। কয়েক দিন আগে শেষ হওয়া তিয়ানজিন ওপেনের ফাইনালে বেলারুশের অ্যারাইনা সাবালেনকাকে ৭-৫ এবং ৭-৬ সেটে হারিয়ে শিরোপা নিশ্চিত করেন শারাপোভা। বর্তমানে র‌্যাঙ্কিংয়ে ৭৬ নম্বরে রয়েছেন সাবালেনকা। উল্লেখ্য, সর্বশেষ প্রকাশিত র‌্যাঙ্কিংয়ের প্রথম দশজনের মধ্যে কোনো পরিবর্তন আসেনি। চীনা ওপেনের ফাইনালে হারার পরও র‌্যাঙ্কিংয়ের শীর্ষে রয়েছেন রোমানিয়ান টেনিস তারকা সিমনা হালেপ। গার্বাইন মুগারোজা এবং প্যাভলিচেনকোভা যথাক্রমে দ্বিতীয় এবং তৃতীয় স্থানে আছেন। পুরুষ এককে এক নম্বরে আছেন রাফায়েল নাদাল। সাংগাই ওপেন চ্যাম্পিয়ন রজার ফেদেরারের অবস্থান দ্বিতীয়। এ ছাড়া তৃতীয় এবং চতুর্থ অবস্থানে রয়েছেন এন্ডি মারে ও ম্যারিন ক্লিক।

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়