×

আন্তর্জাতিক

উ. কোরিয়া সংকট নিরসনে কূটনৈতিক প্রচেষ্টা চলবে: টিলারসন

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৬ অক্টোবর ২০১৭, ০১:১৭ পিএম

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসন বলেছেন, প্রথম বোমাটি ফেলার আগ পর্যন্ত উত্তর কোরিয়া সংকট নিরসনে কূটনৈতিক প্রচেষ্টা চালানো হবে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সেটাই চান। এটা অব্যাহত থাকবে। সিএনএনের স্টেট অব দ্য ইউনিয়ন অনুষ্ঠানে গতকাল রবিবার টিলারসন এ কথা বলেছেন।
তিনি বলেন, প্রেসিডেন্ট ট্রাম্প আমাকে কূটনৈতিক প্রচেষ্টা চালিয়ে যাওয়ার বিষয়টি পরিষ্কার করে বলেছেন। তিনি যুদ্ধের দিকে যেতে চান না। উল্লেখ্য, চলতি মাসেই ট্রাম্প এক টুইটার বার্তায় উত্তর কোরিয়ার সঙ্গে আলোচনার চেষ্টা করে সময় নষ্ট না করতে টিলারসনের প্রতি আহবান জানিয়েছিলেন।  সিএনএন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App