×

জাতীয়

দেশের উন্নয়নের স্বার্থে প্রত্যেক নাগরিকের কর প্রদান নৈতিক দায়িত্ব

Icon

কাগজ অনলাইন প্রতিবেদক

প্রকাশ: ১৬ অক্টোবর ২০১৭, ১০:০১ পিএম

চট্টগ্রামের হাটহাজারীতে আজ সোমবার দুই দিনব্যাপী আয়কর ক্যাম্পের উদ্বোধন করা হয়েছে। চট্টগ্রাম কর অঞ্চল-৩ এই ক্যাম্পের আয়োজন করে। আয়কর প্রদান সহজ করতে জনগণকে সচেতন করার লক্ষ্যে এ ক্যাম্পের আয়োজন করা হয়। উপজেলা পরিষদ মিলনায়তনে এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন সহকারী কর কমিশনার (সার্কেল-৬৬) হাইসিং অং মার্মা। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আক্তার উন নেছা শিউলী। বিশেষ অতিথি ছিলেন হাটহাজারী ব্যবসায়ী সমিতির সভাপতি দিদারুল আলম বাবুল। ক্যাম্পের এবারের প্রতিপাদ্য বিষয় ছিল ‘সবাই মিলে দেব কর, দেশ হবে স্বর্নিভর’। সভায় বক্তারা বলেন, দেশের উন্নয়নের স্বার্থে প্রত্যেক নাগরিকের কর প্রদান নৈতিক দায়িত্ব। সরকারের কোনো অর্থ নেই। করের মাধ্যমে সরকার আয় করে থাকে। দেশের জনগণ কর প্রদান করলে সে করের টাকা দিয়ে সরকার জনকল্যাণের জন্য কাজ করে থাকে। আর্থিকভাবে স্বাবলম্বী নাগরিককে কর দিয়ে সরকারকে সহযোগিতা করতে হবে। অন্যথায় সরকারের উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখা কষ্টসাধ্য ব্যাপার হয়ে দাঁড়াবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App