×

জাতীয়

কুড়িগ্রামে নতুন ভবনে বিচারিক কার্যক্রম শুরু

Icon

কাগজ অনলাইন প্রতিবেদক

প্রকাশ: ১৬ অক্টোবর ২০১৭, ০৮:০৩ পিএম

কুড়িগ্রাম চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের নতুন ভবনে বিচারিক কার্যক্রম শুরু হয়েছে। আজ সোমবার থেকে নবনির্মিত এ ভবনের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচার কার্যক্রম শুরু করা হয়েছে। ২০১৫ সালের ১৫ অক্টোবর প্রধানমন্ত্রী শেখ হাসিনা কুড়িগ্রাম সরকারি কলেজ মাঠে ভবনের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেছিলেন। ৫০ কোটি টাকা ব্যয়ে ৮ তলার এ ভবনটির নির্মাণকাজ শুরু করে গণপূর্ত বিভাগ। এর মধ্যে ৪ তলা ভবনের নির্মাণকাজ সম্পন্ন হলে বিচারিক কার্যক্রম শুরু হয়। এর আগে জেলা কালেক্টরেট ভবনের পুরনো ভবনে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারকাজ চলছিল। কুড়িগ্রামের পাবলিক প্রসিকিউটর এড. আব্রাহাম লিংকন জানান, দীর্ঘদিনের প্রতীক্ষিত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে নতুন উদ্যমে বিচারিক কার্যক্রম শুরু হয়েছে। এতে করে বিচারকসহ আইন পেশার সঙ্গে জড়িত আমরা সবাই খুশি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App