চিন্তার আরেক নাম ছন্নছাড়া বোলিং

আগের সংবাদ

আনুশকার সততায় মুগ্ধ কোহলি

পরের সংবাদ

শাকিরা ফের পিকের কাছে

প্রকাশিত: অক্টোবর ১৬, ২০১৭ , ১১:২৭ অপরাহ্ণ আপডেট: অক্টোবর ১৬, ২০১৭ , ১১:৪০ অপরাহ্ণ

স্প্যানিশ ফুটবলার জেরার্ড পিকে এবং কলম্বিয়ান গায়িকা শাকিরাকে নিয়ে গত কয়েকদিন ধরে আলোচনার ঝড় উঠেছে সারাবিশ্বের গণমাধ্যমগুলোতে। গণমাধ্যমগুলোর দাবি ফুটবলার পিকের সঙ্গে দীর্ঘ ছয় বছরের প্রণয়ের সম্পর্কের ইতি টানছেন জনপ্রিয় গায়িকা শাকিরা। পিকে এবং শাকিরা দুজনই তুমুল জনপ্রিয় তাদের নিজ নিজ ভুবনে। একজন বিশ্বের অন্যতম জনপ্রিয় ফুটবলার, অন্যজন সময়ের অন্যতম শ্রেষ্ঠ গায়িকা। তাই দুই ভুবনের এই দুই সেরা তারকার সম্পর্কের টানাপড়েন নিয়ে আগ্রহের কমতি নেই ভক্তদের।

শপিংমলে হাত ধরে ঘুরছেন পিকে-শাকিরা

ভক্তদের কৌতূহলের কথা উপলব্ধি করেই গত কয়েকদিন ধরে একের পর এক সংবাদ প্রকাশ করছে বিশ্বের নামিদামি সংবাদ মাধ্যমগুলো থেকে শুরু করে অখ্যাত অনলাইন পোর্টালগুলোও। গণমাধ্যমের দাবি ছিল স্প্যানিশ ফুটবলার পিকের সঙ্গে প্রণয়ের সম্পর্কটা আর টিকিয়ে রাখতে চাচ্ছেন না কলম্বিয়ান সুন্দরী শাকিরা। তবে এর পেছনে কিছু রাজনৈতিক কারণও দায়ী ছিল বলে জানিয়েছে কয়েকটি সংবাদমাধ্যম। স্পষ্টভাবে না জানালেও স্প্যানিশ কয়েকটি গণমাধ্যমের তথ্য অনুযায়ী স্পেন থেকে কাতালুনিয়ানদের স্বাধীন হওয়াটাই ছিল সেই রাজনৈতিক কারণ। শাকিরার দীর্ঘদিনের প্রেমিক এবং বর্তমানে কাতালান ক্লাব বার্সেলোনার ফুটবলার জেরার্ড পিকে জন্মসূত্রে একজন কাতালুনিয়ান। কাতালুনিয়ানদের স্বাধীনতার প্রসঙ্গে গণমাধ্যমে মন্তব্য করায় সমালোচনার সম্মুখীন হতে হয় পিকেকে। সবচেয়ে বড় কথা এরপরই শোনা যায় পিকের সঙ্গে শাকিরার বিচ্ছেদের সংবাদ। এ কারণেই পিকে ভক্তদের ধারণা রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়েছেন তাদের প্রিয় ফুটবলার। এ সময় পিকের সঙ্গে শাকিরার প্রেমের বিচ্ছেদ সম্পর্কে কয়েকটি গণমাধ্যমে জানানো হয়েছিল গত প্রায় এক বছর ধরে শাকিরা এবং পিকে পরস্পর দূরে রয়েছেন এবং এ সময়ে তাদের একবারের জন্যও একসঙ্গে দেখা যায়নি। শুধু তাই নয়, কলম্বিয়ান সুন্দরী মডেল এবং গায়িকা শাকিরা অন্য কারো সঙ্গে প্রণয়ে জড়িয়েছেন বলেও জানিয়েছে কয়েকটি সংবাদমাধ্যম।

ফের কাছাকাছি হওয়ার পর আনন্দঘন মুহুর্তের অনেক ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করেছেন শাকিরা

তবে গণমাধ্যমের এসব সংবাদকে শেষ পর্যন্ত মিথ্যে প্রমাণিত করলেন শাকিরা এবং পিকে জুটি। রোববার সামাজিক মাধ্যমে কিছু ছবি পোস্ট করেছেন বার্সেলোনা সুপারস্টার পিকে। এই ছবিতে দেখা যাচ্ছে তাকে অন্তরঙ্গভাবে জড়িয়ে রয়েছেন তার সুন্দরী প্রেমিকা শাকিরা। শাকিরা এবং পিকের এই ছবির পেছনের দৃশ্যপট দেখে স্পষ্ট বুঝা যাচ্ছে ছবিটি কোনো শপিং সেন্টারে তোলা। যদিও পোস্ট করা এই ছবিতে শাকিরা এবং পিকে উভয়ের মুখ ঢাকা রয়েছে মুখোশে। তবে চেহারা মুখোশে ঢাকা থাকলেও পিকে এবং শাকিরা ভক্তদের চিনতে মোটেই সমস্যা হচ্ছে না তাদের প্রিয় তারকাদের। এদিন একসঙ্গে শপিংয়ে যাওয়ার পাশাপাশি একসঙ্গে দুজন রাত্রিযাপন করেছেন বলেও জানিয়েছে কিছু গণমাধ্যম। তাই বলা যায়, হয় তো বা পিকের প্রতি কোনো অভিমান থাকলেও নিন্দুকদের সমালোচনার জবাব দেয়ার জন্য হলেও প্রিয়তমের কাছে ফিরে এসেছেন শাকিরা। উল্লেখ্য, ২০১০ সাল থেকে ভালোবেসে কলম্বিয়ান সুন্দরী গায়িকা শাকিরার সঙ্গে একই ছাদের নিচে বাস করছেন স্প্যানিশ ফুটবলার জেরার্ড পিকে। বর্তমানে দুইজন সন্তানও রয়েছে শাকিরা এবং পিকের।

 

মন্তব্য করুন

খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, ভোরের কাগজ লাইভ এর দায়ভার নেবে না।

জনপ্রিয়