×

রাজনীতি

সহায়ক সরকার ও সেনা মোতায়েনের দাবি নিয়ে সংলাপে বিএনপি

Icon

এন রায় রাজা

প্রকাশ: ১৫ অক্টোবর ২০১৭, ১২:৩৩ পিএম

একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে সংসদ ভেঙে দিয়ে সহায়ক সরকারের অধীনে নির্বাচন অনুষ্ঠিত করা এবং নির্বাচনে সেনা বাহিনীকে বিচারিক ক্ষমতা দিয়ে মাঠে নামানোসহ ২০টি দাবি নিয়ে নির্বাচন কমিশনের সঙ্গে সংলাপে বসেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি । রোববার বেলা ১১টায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে ১৭ সদস্যের একটি প্রতিনিধিদল সংলাপে অংশ নেয়। এ সময় প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা সংলাপে সভাপতিত্ব করছিলেন। তার সঙ্গে ছিলেন অন্য ৪ কমিশনার, ইসি সচিব, উপসচিবসহ ঊর্ধ্ব তন কর্মকর্তারা। সংলাপে মির্জা ফখরুল ইসলাম আলমগীর ৯ পৃষ্ঠার ২০টি দাবি সংবলিত একটি প্রস্তাবনা তুলে ধরেন। তিনি বলেন, অতীতের অভিজ্ঞতার ভিত্তিতে বলা যায় কোনো সরকারের অধীনে সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন সম্ভব নয়। সে কারণে বিএনপি দীর্ঘদিন ধরে একটি সহায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবি জানিয়ে আসছে। বিএনপি চায় নির্বাচনের আগে জাতীয় সংসদ ভেঙে দিয়ে সব দলের সমন্বয়ে একটি সহায়ক সরকার গঠিত হোক, এটি আলাপ-আলোচনার মাধ্যমে হতে পারে। কেননা, লেভেল প্লেয়িং ফিল্ড ঠিক রাখতে গেলে এটি বিশেষ জরুরি। বিএনপি কোনোভাবেই শেখ হাসিনার সরকারের অধীনে নির্বাচনে অংশ নিবে না। তা ছাড়া নির্বাচনের আগে সেনা বাহিনীকে বিচারিক ক্ষমতা দিয়ে মাঠে নামানো, ইভিএম বাদ, কালো টাকা ও পেশিশক্তির অপব্যবহার বন্ধ, নির্বাচনের আগে স্বরাষ্ট্র, জনপ্রশাসনসহ গুরুত্বপূর্ণ মন্ত্রণালয় ইসির অধীনে আনা, দলীয় কর্মকর্তাদের নির্বাচনে দায়িত্ব থেকে বাদ দেয়া,জাতীয় জাতীয় সংসদের সীমানা ২০০৮ সালের পূর্বের অবস্থায় ফিরিয়ে আনা,প্রবাসীদের ভোটার করা, ইসিকে আরো সক্রিয় হয়ে নির্বাচন পরিচালনা করাসহ ২০টি দাবি জানায় দলটি। তিনি বলেন, এ বিষয়ে আমরা নির্বাচন কমিশনের হস্তক্ষেপ কামনা করছি। তবে কমিশনের অনেক সীমাবদ্ধতা রয়েছে, তার মধ্য থেকেও তারা সুষ্ঠু নির্বাচন করবেন এ আশা করি। সংলাপের শুরুতে প্রারম্ভিক বক্তব্যে সিইসি কে এম নুরুল হুদা বলেন, বিএনপি দীর্ঘদিন দেশ পরিচালনা করেছে। খালেদা জিয়া দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হন। বিএনপির শাসনামলে অনেক ভালো কাজ হয়েছে। আমরা দৃঢ়প্রতিজ্ঞ জাতিকে একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন উপহার দিতে। তার জন্য প্রয়োজনে আমরা আপনাদের প্রস্তাবনা সরকারের সামনে তুলে ধরবো। এবং সংলাপ শেষে সব দলের দাবির প্রেক্ষিতে একটি পুস্তিকা তৈরি করে সবার কাছে পৌঁছে দেব। সিইসি বলেন, বর্তমান ইসির ওপর আপনারা বিশ্বাস রাখতে পারেন আমরা নিশ্চয় নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন জাতিকে উপহার দেব। এটা আমার অঙ্গীকার। সংলাপে অন্যদের মধ্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমদ, ব্যারিস্টার জমিরউদ্দিন সরকার, তরিকুল ইসলাম, মাহবুবুর রহমান, ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, আবদুল মঈন খান, নজরুল ইসলাম খান ও আমির খসরু মাহমুদ চৌধুরী, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য এ এস এম আবদুল হালিম, ইসমাইল জবিউল্লাহ, আব্দুর রশীদ সরকার ও জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী উপস্থিত ছিলেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App