×

জাতীয়

সবার আগে দরকার বিএনপির চোখের চিকিৎসা : স্বাস্থ্যমন্ত্রী

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৫ অক্টোবর ২০১৭, ০৯:০১ পিএম

স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, সবার আগে দরকার বিএনপির চোখের চিকিৎসা। তারা সরকারের উন্নয়ন কার্যক্রম চোখে দেখে না। বিএনপি আজকে সংবিধানের বাইরে যেয়ে নির্বাচন করতে চায়। আমরা তাদের এ অন্যায় অবদারের কাছে মাথা নত করব না। রবিবার বিশ্ব দৃষ্টি দিবস-২০১৭ উপলক্ষে জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন তিনি। মন্ত্রী বলেন, স্বাস্থ্য সেবায় বাংলাদেশ আজকে রোল মডেল। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সারা দেশে স্বাস্থ্য সেবা কার্যক্রম এগিয়ে নেয়া হচ্ছে। রাজধানী ঢাকাসহ সারাদেশে অত্যাধুনিক যন্ত্রপাতি সমৃদ্ধ হাসপাতাল প্রতিষ্ঠা করা হচ্ছে। দাতা সংস্থাগুলোর দ্বিমত সত্ত্বেও সরকার চক্ষু চিকিৎসা কার্যক্রমকে গুরুত্ব দিয়ে ন্যাশনাল আই কেয়ার কার্যক্রম এগিয়ে নিয়ে যাচ্ছে। তিনি আরও বলেন, স্বাস্থ্য ক্ষেত্রে শেখ হাসিনা সরকারের কমিটমেন্ট রয়েছে। সরকার জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউট এর পাশাপাশি দক্ষিণ বাংলার মানুষের জন্য গোপালগঞ্জের শেখ ফজিলাতুন্নেছা মুজিব চক্ষু হাসপাতাল ও ট্রেনিং ইনস্টিটিউটও প্রতিষ্ঠা করেছেন। সম্প্রতি রাজধানী উত্তরায় কুয়েত মৈত্রী হাসপাতালটিকে সরকারি ব্যবস্থাপনায় এনে নতুনভাবে চালু করা হয়েছে। রাজধানীর মুগদায় ৫০০ শয্যা বিশিষ্ট আর একটি আধুনিক হাসপাতাল চালু করেছেন। বর্তমানে স্বাস্থ্য সেবায় বাংলাদেশ ভারত ও পাকিস্থানের চেয়েও এগিয়ে রয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App