×

আন্তর্জাতিক

রাকায় আইএস নির্মূলে চূড়ান্ত আক্রমণ শুরু

Icon

কাগজ অনলাইন প্রতিবেদক

প্রকাশ: ১৫ অক্টোবর ২০১৭, ০৭:৩৫ পিএম

ইসলামিক স্টেট (আইএস)’র 'খেলাফতের' ঘোষিত রাজধানী সিরিয়ার রাকা শহরে থাকা অবশিষ্ট জঙ্গিদের ওপর চূড়ান্ত আক্রমণ শুরু করেছে মার্কিন নেতৃত্বাধীন বাহিনী। খবর বিবিসির।

সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্স বলছে, গতকাল শনিবার রাতে আইএস যোদ্ধাদের একটি দল তাদের পরিবারসহ রাকা ছেড়ে যায়। এ সময় তারা বেসামরিক লোকদের মানবঢাল হিসেবে ব্যবহার করে। তাদের সঙ্গে কোন বিদেশি যোদ্ধাদের যেতে দেয়া হয়নি।

এসডিএফ বলছে, মোট ২৭৫ জন স্থানীয় যোদ্ধা এবং তাদের পরিবার রাকা ছেড়ে গেছে। যুদ্ধ যাতে দীর্ঘস্থায়ী না হয় এ জন্যই কিছু যোদ্ধাকে চলে যেতে দেয়া হয়েছে, বলছে তারা।

সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্স বলছে, তারা রবিবার রাকা শহরের ওপর আক্রমণ শুরু করে। তবে রাকা শহরে এখন কি পরিমাণ আইএস যোদ্ধা রয়েছে তা স্পষ্ট নয়।

এসডিএফ হচ্ছে কুর্দি ও আরব যোদ্ধাদের একটি জোট। এরা প্রায় চার মাস ধরে রাকা শহরটি ঘিরে ছিল।

তারা বলছে, আইএসের যেসব যোদ্ধা আত্মসমর্পণ করেনি তাদের হাত থেকে শহর 'পুরোপুরি মুক্ত' না করা পর্যন্ত তারা থামবে না।

তিন বছর আগে রাকা শহরটিকে ইসলামিক স্টেট তাদের ঘোষিত 'খেলাফতের' রাজধানী হিসেবে ঘোষণা করে। এর পতন তাদের একটি বড় এবং প্রতীকী পরাজয় বলে দেখা হবে- এমনটাই বলছেন বিশ্লেষকরা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App