×

পুরনো খবর

বিএসএফ ঠেলে দিচ্ছে কিন্তু সতর্কে বিজিবি, বিপদে রোহিঙ্গারা

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৫ অক্টোবর ২০১৭, ০৬:৩০ পিএম

শুধু অপেক্ষা বাংলাদেশে প্রবেশের। কিন্তু পারছে না। একদিকে বিএসএফ ঠেলে বাংলাদেশের দিকে অন্যদিকে বিজিবি আছে সতর্ক প্রহরায়। এ কারণেই যশোরের বেনাপোল পুটখালী সীমান্তে ইছামতি নদীর ওপারে ২০-২৫ জন রোহিঙ্গাকে দাঁড়িয়ে থাকতে দেখা যাচ্ছে। জানা যায়, ইছামতি নদীর ওপারে ভারতের আংরাইলে সেদেশের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ শনিবার সন্ধ্যা থেকে ওই রোহিঙ্গাদেরকে সীমান্তে জড়ো করে বাংলাদেশের দিকে ঠেলে দিচ্ছে। কিন্তু রোহিঙ্গারা যাতে বাংলাদেশে প্রবেশ করতে না পারে সে জন্য পুটখালী ক্যাম্পের বিজিবি সদস্যরাও রয়েছে সতর্ক অবস্থায়। এ বিষয়ে ২১ বিজিবির কমান্ডিং অফিসার লে. কর্নেল তারিকুল হাকিম জানান, নদীর তীরে ওই রোহিঙ্গাদের একত্রিত করে রেখেছে বিএসএফ। তাদের মারধর করে বাংলাদেশে ঠেলে দেয়ার চেষ্টা করছে। যাতে তারা ঢুকতে না পারে সে জন্য বিজিবি সতর্ক অবস্থায় আছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App